আজ শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ ইং

চাকুরি সরকারিকরণের দাবীতে মানববন্ধন

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-০৯-২২ ১৯:২৩:৩০

সিলেট :: কেন্দ্রীয় কর্মসুচীর অংশ হিসেবে সরকারি কলেজের কর্মরত বেসরকারি কর্মচারীদের নিয়োগের তারিখ হতে চাকুরি সরকারিকরণের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ সেপ্টেম্বর) সকাল ১০টায় সরকারি কলেজের বেসরকারি কর্মচারী ইউনিয়ন মুরারিচাদ কলেজের উদ্যোগে কলেজ গেইেটের সম্মুখে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
 
মানববন্ধনে বক্তারা বলেন, সরকারি কলেজে নিয়োজিত বেসরকারি কর্মচারীদেরকে নিয়োগের তারিখ হতে সরকারিকরণ করতে হবে। চাকুরি সরকারিকরণের পূর্ব পর্যন্ত সরকারি স্কেল অনুযায়ী বেতন ভাতাদি প্রদান করতে  হবে। প্রতিটি সরকারি কলেজের অধ্যক্ষের নিকট বেসরকারি কর্মচারীদেরকে সরকারিকরণের ক্ষমতা দিতে হবে। নির্দিষ্ট বেতন স্কেল না থাকায় পরিবার-পরিজন নিয়ে এসব কর্মচারীদের মানবেতর জীবনযাপন করতে হচ্ছে। তাদের পদগুলোকে সরকারের রাজস্ব খাতের অন্তর্ভুক্ত করে সরকারি কর্মচারী হিসেবে বেতন স্কেলের আওতায় আনার দাবি জানান তারা। তারা দ্রুত এ বিষয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।

সিলেট জেলা কমিটির সভাপতি ও বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক মো. জাকির হোসেনের সভাপতিত্বে এবং সিলেট বিভাগীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক সালেহ আহমদ জাকারিয়ার পরিচালনায়  মানববন্ধনে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, প্রভাত মালাকার, অরন্দিু দাস, রতন দত্ত, নির্মল কান্তি সিংহ, পিকলু মালাকার, এনাম হোসেন, রাজু ্হামদ, বাদল আহমদ, আলাল আহমদ, রায়হান আহমদ, স্বর্ণা মালাকার, লায়েক আহমদ, শিল্পী মালাকার, লিপি চৌধুরী, জুনু মালাকার, নান্টু কর, রুমা বেগম, অনি, রুবেল, অর্চনা মালাকার, সজীব, মালেক আহমদ, সুমন দাস, রায়হান আহমদ, বিজয় মালাকার, সেলিম আহমদ, শিপন আহমদ, ছায়েদ আহমদ, গোপন দাস, লায়েক আহমদ, মাছুম আহমদ, শাহজাহান আহমদ, সালাউদ্দিন, পারভেজ হাসান, শরীফ আহমদ, মামুন আহমদ, তপু মলি­ক, পরেশ চন্দ্র বর্মন, হান্নান, বাদল, গুলজার আহমদ, সামসুদ্দিন, রাজন, কেলব প্রমুখ। 

সিলেটভিউ২৪ডটকম/২২সেপ্টম্বর২০১৮/প্রেবি/আআ

শেয়ার করুন

আপনার মতামত দিন