আজ শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ ইং

ওসমানীনগরে সড়ক দুর্ঘটনায় দুই শ্রমিক নিহত

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-০৯-২২ ২০:৪৩:১৫

ওসমানীনগর প্রতিনিধি :: সিলেটের ওসমানীনগরে সড়ক দুর্ঘটনায় পল্লী বিদ্যুতের দুই শ্রমিক নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরো ২ জন। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করে সিলেট ওসমানী হাসপাতাল প্রেরণ করে। নিহতদের ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে প্রেরণ করা হয়েছে।

নিহতরা হলেন, গাইবান্ধা জেলার আগাছা থানার চন্দনপার গ্রামের সাদিক আলীর পুত্র আব্দুল হাই (৩৫) ও একই উপজেলার কতুয়া গ্রামের আসাদুর রহমানের পুত্র রাশেদ মিয়া (২০)।

জানা যায়, শনিবার সকাল ১১টার দিকে সিলেট-ঢাকা মহাসড়কের ওসমানীনগর উপজেলার সাদীপুর ইউনিয়নের গজিয়া জামে মসজিদের সামনে পল্লী বিদ্যুতের খুঁটি স্থাপনের কাজ করছিলেন শ্রমিকরা। এময় সিলেট থেকে ছেড়ে আসা শেরপুরগামী একটি লোকাল বাস (নং সিলেট-জ-১১-০৬৪৪) দ্রুতগতিতে পল্লীবিদ্যুতের খুঁটি সরানোর ভ্যান ও লোকজনকে চাপা দিলে ঘটনাস্থলেই দুই শ্রমিক নিহত হন। আহত হন আরো দুই লাইনম্যান।

শেরপুর হাইওয়ে থানার এসআই কামরুল ইসলাম বলেন, নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ঘাতক বাস আটক করা হয়েছে।

সিলেটভিউ২৪ডটকম/২২ সেপ্টেম্বর ২০১৮/রপা/আরআই-কে

শেয়ার করুন

আপনার মতামত দিন