আজ বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪ ইং

শহীদ সুলেমান স্মৃতি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-০৯-২৩ ১১:০০:০২

সিলেট :: সিলেটের দক্ষিণ সুরমার জাতীয় শিশু কিশোর সংগঠন আনন্দ খেলাঘর আসর আয়োজিত বীর মুক্তিযোদ্ধা শহীদ সুরেমান স্মৃতি ৩৭তম মেধাভিত্তিক প্রাথমিক ও জুনিয়র বৃত্তি পরীক্ষা গত ২১ ও ২২ সেপ্টেম্বর শুক্র ও শনিবার সিলেট সরকারি শাহপরান কলেজ ও সিলেট টেকনিক্যাল স্কুল ও কলেজ কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে।

দু’ দিনব্যাপী বৃত্তি পরীক্ষা চলাকালীন সময় কেন্দ্র পরিদর্শন করেছেন বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ড. কবির চৌধুরী, বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক সংসদ সদস্য মো. শফিকুর রহমান চৌধুরী, দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. সাইফুল আলম, আওয়ামীলীগ নেতা এডভোকেট বদরুল ইসলাম জাহাঙ্গীর, জাপা নেতা তোফায়েল আহমদ, খেলাঘর সিলেট জেলা কমিটির সাবেক সভাপতি সাংবাদিক আল আজাদ, রোটারিয়ান মাহবুবুল আলম মিলন, খেলাঘর সিলেট জেলা কমিটির সভাপতি সাংবাদিক তাজুল ইসলাম বাঙালি, সাধারণ সম্পাদক তপন চৌধুরী টুটুল, দৈনিক বিজয়ের কণ্ঠের ফটো সাংবাদিক মো. সাহেদ আহমদ শান্ত, খেলাঘরের সাবেক সংগঠক যুক্তরাজ্য প্রবাসী নিজাম উদ্দিন আহমদ, শহীদ সুলেমান এর ছোট ভাই মো. বুরহান হোসেন, বরইকান্দি ইউপি মেম্বার এহসানুল হক ছানু সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেছেন।

পরীক্ষা কেন্দ্রের দায়িত্বে ছিলেন বৃত্তি পরীক্ষার নিয়ন্ত্রক আফজল আহমদ আফতাব, সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক ছিলেন প্রবীন শিক্ষক সফির আহমদ কামাল, পরীক্ষ পরিচালনা কমিটির সভাপতি সিলেট আবাহনী ক্রীড়াচক্রের সাধারণ সম্পাদক মঈন উদ্দিন আহমদ ও সচিবের দায়িত্বে ছিলেন ইঞ্জিনিয়ার মঈন উদ্দিন আহমদ খোকন।

পরীক্ষায় সিলেটের দক্ষিণ সুরমার বিভিন্ন বিদ্যালয়ের প্রায় ১২ শত ছাত্র-ছাত্রী অংশ গ্রহণ করেছে।

সিলেটভিউ২৪ডটকম/২৩ সেপ্টেম্বর ২০১৮/প্রেবি/ডিজেএস

শেয়ার করুন

আপনার মতামত দিন