আজ শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ ইং

জকিগঞ্জের শাহগলী আদর্শ শিশু বিদ্যানিকেতনের সংর্বধনা অনুষ্ঠান বুধবার

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-০৯-২৩ ১৭:০০:২৪

সিলেট :: জকিগঞ্জ উপজেলার বারহাল ইউনিয়নের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান শাহগলী আদর্শ শিশু বিদ্যানিকেতনের উদ্যোগে বুধবার (২৬শে সেপ্টেম্বর) বারহালের বীর মুক্তিযোদ্ধাদের, সমাপনী পরীক্ষায় জিপিএ-৫ ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংর্বধনা অনুষ্ঠিত হইবে।

প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন- জকিগঞ্জ পৌরসভার মেয়র, জকিগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা খলিল উদ্দিন।

প্রধান বক্তা হিসাবে উপস্থিত থাকবেন- সিলেট সিটি কর্পোরেশনের ২০ নং ওয়ার্ডের  চারবারের নির্বাচিত কাউন্সিলর, সিলেট মহানগর আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক আজাদুর রহমান আজাদ।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন- সিলেট জেলা পরিষদের মহিলা সদস্য, জকিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান সাজনা সুলতানা হক চৌধুরী, বারহাল ডিগ্রি কলেজের অধ্যক্ষ সফিকুল ইসলাম, বারহাল ইউ/পি চেয়ারম্যান মোস্তাক আহমদ চৌধুরী, কানাইঘাট সরকারি কলেজের প্রভাষক আজাদ উদ্দিন, বারহাল এহিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়েদ আহমদ, মৌলভী ছাইর আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাব্বির আহমদ, বাংলাদেশ মানবাধিকার কমিশন সিলেট জেলার সহসভাপতি মাজেদা রওশন শ্যামলী।

সভাপতিত্ব করবেন শাহগলী আদর্শ শিশু বিদ্যানিকেতনের প্রিন্সিপাল সাইফুর রহমান।

সিলেটভিউ২৪ডটকম/২৩ সেপ্টেম্বর ২০১৮/প্রেবি/এসডি

শেয়ার করুন

আপনার মতামত দিন