আজ শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ইং

ছোট মনি নিবাসে ‘বিচিত্র’ বেবী কর্ণার উদ্বোধন

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-০৯-২৪ ২১:৪২:১২

সিলেট :: সিলেট জেলা সমাজ সেবা কার্যালয়স্থ ছোট মনি নিবাসে শিশুদের মনোসামাজিক বিকাশ এবং খেলাধূলার জন্য ‘বিচিত্র’ শিরোনামের বেবী কর্ণার উদ্বোধন উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির হিসেবে উপস্থিত থেকে ‘বিচিত্র’ শিরোনামের বেবী কর্ণার উদ্বোধন করেন সিলেট জেলা প্রশাসক মো. নুমেরী জামান। এ সময় আরো উপস্থিত ছিলেন, সিলেট জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক জনাব নিবাস রঞ্জন দাস, ব্যবস্থাপনা ও মনিটরিং কমিটির সদস্য জনাব নাজনীন হোসেন, সহকারী পরিচালক জনাব মইনুল হোসেন, রেজিস্ট্রেশন অফিসার জনাব মো. আবু ইউসুফ, অফিসার জনাব আমির হোসেন চৌধুরী, ছোট মনি নিবাস (উপ তত্ত¡াবধায়ক) রূপম সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।

এ সময় জেলা প্রশাসক বলেন, শিশুদের মেধা বিকাশ ও ভবিষ্যৎ উন্নয়নের জন্য খেলাধূলা অপরিহার্য। প্রতিটি শিশু যেন তার ন্যায্য অধিকার থেকে বঞ্চিত না সে দিকে সবাইকে খেয়াল রাখার অনুরোধ করেন। সরকারের পাশাপাশি ছোট মনি নিবাসে বিত্তবানদেরও এগিয়ে আসার আহবান জানান।

পরে তিনি ছোট মনি নিবাসে ‘বিচিত্র’ শিরোনামে বেবী কর্ণারের শুভ উদ্বোধন করেন।

সিলেটভিউ/২৪ সেপ্টেম্বর ২০১৮/প্রেবি/ডিজেএস

শেয়ার করুন

আপনার মতামত দিন