Sylhet View 24 PRINT

মির্জাজাঙ্গাল বালিকা উচ্চ বিদ্যালয়ে পাঠদান বন্ধ, শিক্ষকদের কর্মবিরতি

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-০৯-২৫ ১৬:১৫:৫২

জ্যেষ্ঠ প্রতিবেদক :: সিলেট নগরীর মির্জাজাঙ্গাল বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ তুলে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করছেন শিক্ষকরা। মঙ্গলবার থেকে তারা শিক্ষার্থীদের পাঠদান থেকে বিরত রয়েছেন।

শিক্ষার্থীরা উপস্থিত হলেও শিক্ষকদের ক্লাস নিতে দেখা যায়নি। প্রধান শিক্ষকের কক্ষ খোলা থাকলেও তিনি স্কুলে ছিলেন না।
মির্জাজাঙ্গাল বালিকা উচ্চ বিদ্যালয়ে কর্মবিরতি পালনরত শিক্ষক-শিক্ষিকারা জানিয়েছেন, সকাল বিকাল দুই শিফটে বিদ্যালয়ে পাঠদান অনুষ্ঠিত হয়। এখানে মোট ১৮ জন শিক্ষক কর্মরত রয়েছেন। স্কুলের প্রধান শিক্ষক বাহার উদ্দিন আখন্দ নানারকম অনিয়ম ও জালিয়াতির সাথে জড়িত। তিনি সিলেট সিটি কর্পোরেশন থেকে স্বাক্ষর জাল করে দুই বারে প্রায় ৫ লাখ আত্মসাৎ করেছেন। কিন্তু শিক্ষক-শিক্ষিকা ও কর্মকর্তা-কর্মচারীরা দীর্ঘদিন ধরে বেতন ভাতা থেকে বঞ্চিত রয়েছেন।

কর্মবিরতি পালনকারী শিক্ষক-শিক্ষিকারা হচ্ছেন সহকারী শিক্ষক এ বি এম মুরাদ খান, সঞ্জিতা চক্রবর্তী, মঈন উদ্দিন, নন্দিতা দেব, সুলতানা বেগম, এস এম ফারুক আজাদ, হাসিনা বেগম, সোহাগ মিলন, খেলুরানী দাস গুপ্ত, জয়ীতা দাস, গায়ত্রী ধর, রেহানা বেগম, জয়ন্তী রাণী শীল, মিতালী রাণী কর, মার্জিয়া বেগম।

সিলেটভিউ২৪ডটকম/২৫সেপ্টেম্বর২০১৮/এসএ/এমইউএ

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.