Sylhet View 24 PRINT

সিলেটের লালবাজারে এক মণ ওজনের বাঘ মাছ

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-০৯-২৫ ১৬:৩৩:৪৪

লালবাজারে বিক্রির জন্য রাখা বাঘ মাছ। ছবি: মেহেদী হাসান রনি

জ্যেষ্ঠ প্রতিবেদক :: সিলেটের ঐতিহ্যবাহী লালাবাজার মাছবাজারে এক মণ ওজনের বাঘ মাছ বিক্রির জন্য উঠেছে। মঙ্গলবার সকাল থেকে মাছটি বিক্রির জন্য প্রদর্শিত হচ্ছে। তবে বিকাল পর্যন্ত মাছটি বিক্রি হয়নি।

এর আগে মঙ্গলবার ভোরে কুশিয়ারা নদী থেকে জেলেরা বিশাল আকৃতির এই বাঘ মাছটি ধরেন। পরে সেটি কাজীরবাজার মৎস্য আড়তে আনা হয়।

সেখান থেকে লালবাজারের মাছ ব্যবসায়ী খোকন ৩৫ হাজার টাকা দিয়ে মাছটি কিনে আনেন। সেটি বিক্রির জন্য লালবাজারেই রাখা হয়েছে। ৬০ হাজার টাকা দাম হাকা হচ্ছে।

বাজারে গিয়ে দেখা ক্রেতা ও সাধারণ মানুষ বাঘ মাছটি কেনার জন্য ভিড় জমাচ্ছেন।

মৎসব্যবসায়ী খোকন আহমদ জানিয়েছেন, মঙ্গলবার সকাল থেকে এখন পর্যন্ত ক্রেতারা বাঘ মাছটি কেনার জন্য দরদাম করছেন। এখনও বিক্রি হয়নি। আমরা দাম চাচ্ছি ৬০ হাজার টাকা।

এদিকে বড় বাঘ মাছের সাথে প্রায় ১০ কেজি ওজনের আরেকটি বাঘ মাছও বিক্রির জন্য রাখা হয়েছে।

সিলেটভিউ২৪ডটকম/২৫সেপ্টেম্বর২০১৮/এমএইচআর/এমইউএ

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.