আজ বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ ইং

সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-০৯-২৫ ১৬:৫৯:৫৮

সিলেট :: প্রস্তাবিত শ্রম আইন ২০১৮ বাতিল ও গণতান্ত্রিক শ্রম আইন প্রণয়নের দাবীতে সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং চট্ট-১৯৩৩ এর উদ্যোগে বাংলাদেশ হোটেল রেস্টুরেন্ট সুইটমিট শ্রমিক ফেডারেশন রেজিঃ নং বি-২০৩৭ কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সোমবার বিকেলে সিলেট নগরীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

নগরীর সুরমা মার্কেটস্থ কার্যালয়ের সামনে থেকে মিছিলটি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সিটি পয়েন্টে এক সমাবেশে মিলিত হয়।

সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ ছাদেক মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ জাকির এর পরিচালনায় বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সিলেট জেলা শাখার যুগ্ম সম্পাদক রমজান আলী পটু।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা মোঃ আনু মিয়া, বাবনা আঞ্চলিক কমিটির সভাপতি মোঃ শাহিন মিয়া, জেলা কমিটির কোষাধ্যক্ষ মহিদুল ইসলাম, প্রচার সম্পাদক ফজলুর রহমান সাজু প্রমুখ।

সমাবেশে বক্তারা, প্রস্তাবিত শ্রম আইন ২০১৮ বাতিল ও গণতান্ত্রিক শ্রম আইন প্রণয়নের দাবী জানান। বাজার দরের সাথে সংহতি রেখে হোটেল সেক্টরে নিম্নতম মজুরি ২০ হাজার টাকা ঘোষণা, নিয়োগপত্র, পরিচয়পত্র, সাপ্তাহিক ছুটি, অর্জিত ছুটি, নৈমিত্তিক ছুটিসহ শ্রম আইন বাস্তবায়নের দাবী আদায়ে লক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে এবং সিলেটে শ্রম আদালত স্থাপন করে শ্রমিকদের দায়েরকৃত সকল মামলা দ্রুত নিষ্পত্তির আহবান জানান।

সিলেটভিউ২৪ডটকম/২৫ সেপ্টেম্বর ২০১৮/প্রেবি/এলএস

শেয়ার করুন

আপনার মতামত দিন