আজ বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ইং

হবিগঞ্জ পৌরসভায় দিনব্যাপী ‘পানির বিল ও পৌরকর মেলা’ শুরু

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-০৯-২৫ ১৭:৫২:৪৩

হবিগঞ্জ প্রতিনিধি :: পৌরকর প্রদান প্রক্রিয়া সহজীকরণ ও করপ্রদানে নাগরিকদের উদ্বুদ্ধকরণের জন্য হবিগঞ্জ পৌরসভায় শুরু হয়েছে ৩ দিনব্যাপী ‘পানির বিল ও পৌরকর মেলা’। মঙ্গলবার সকালে পৌরভবনের হলরুমে করদাতাগনের হাতে করপ্রদানের সনদ তুলে দিয়ে করমেলা উদ্বোধন করেন হবিগঞ্জ পৌরসভা মেয়র জি কে গউছ।

এ সময় তিনি বলেন- প্রতিবারের মতো এবারও হবিগঞ্জ পৌরসভা করপ্রদানে পৌরবাসীর সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে করমেলার আয়োজন করেছে। প্রথম দিনের শুরুতেই সর্বস্তরের করদাতাগণের স্বতঃস্ফুর্ত অংশগ্রহণ প্রমান করে হবিগঞ্জ পৌরসভার জনগনের মধ্যে পৌরসভার কর্মকান্ডে সহযোগিতার মনোভাব রয়েছে।

তিনি অতীতের মতো ভবিষ্যতেও পৌরসভার উন্নয়নে পৌরবাসী সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

করমেলার উদ্বোধনি পর্বে উপস্থিত ছিলেন- পৌর কাউন্সিলর শেখ নুর হোসেন, মোহাম্মদ জুনায়েদ মিয়া, অর্পনা পাল, পৌর সচিব মো. ফয়েজ আহমেদ, কর আদায়কারী ইসরাত জাহান নীলা প্রমুখ।

প্রথম দিনেই পুলিশ প্রশাসন ২০১৮-১৯ অর্থবছরের সমুদয় পৌরকর ২ লাখ ১৮ হাজার ৩শ’ ৬২ টাকা পরিশোধ করে। এছাড়া বার লাইব্রেরীর পক্ষে পৌরকর আদায় করা হয় ৫৬ হাজার ৪শ’ টাকা পরিশোধ করে।

সিলেটভিউ২৪ডটকম/২৫সেপ্টম্বর২০১৮/কেএস/আআ

@

শেয়ার করুন

আপনার মতামত দিন