আজ বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ইং

২০ হাজার মায়ের হাতে মোবাইল ফোন তুলে দেয়া হয়েছে: শিক্ষামন্ত্রী

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-০৯-২৫ ২২:৩০:৩৭

গোলাপগঞ্জ প্রতিনিধি :: শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি  বলেছেন,  নতুন প্রজন্মকে আধুনিক কারিগরি শিক্ষার আওতায় নিয়ে আসতে হবে। নারী শিক্ষায় আওয়ামীলীগ সরকার আলাদা গুরুত্ব দেওয়ায় নারীরা আজ সর্বক্ষেত্রে পুরুষের সাথে সমানতালে কাজ করে যাচ্ছে। শিক্ষার উন্নয়নে প্রাথমিক পর্যায়ে ২০হাজার মায়েদের মধ্যে মোবাইল ফোন বিতরণ করা হয়েছে। যাতে করে সহজে উপবৃত্তির টাকা উত্তোলন করতে পারে।

মঙ্গলবার বিকেলে গোলাপগঞ্জ উপজেলার ভাদেশ্বর নাছির উদ্দিন স্কুল এন্ড কলেজের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্থর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি আরও বলেন, সরকারের বহুমুখী উদ্যোগ গ্রহণের ফলে দেশ সর্বক্ষেত্রে এগিয়ে যাচ্ছে। দেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। দেশের কোন মানুষ আজ না খেয়ে থাকছে না।

ভাদেশ্বর নাছির উদ্দিন স্কুল অ্যান্ড কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি মাসুম চৌধুরীর সভাপতিত্বে ও তাহের হোসেন তাজ্জুবের পরিচালনায় বক্তব্য রাখেন, গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিক আহমদ, উপজেলা নির্বাহি কর্মকর্তা মামুনুর রহমান, সিলেট জেলা আওয়ামীলীগের কার্যকরি সদস্য সৈয়দ মিছবাহ উদ্দিন, ভাদেশ্বর নাছির উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুনীল চন্দ্র দাস।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার অভিজিৎ কুমার পাল, গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ একেএম ফজলুল হক শিবলী, ভাদেশ্বর ইউপি আওয়ামীলীগ সভাপতি লুৎফুর রহমান মাস্টার, আওয়ামীলীগ নেতা জহির উদ্দিন, গোলাপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি খায়রুল হক, সিলেট মহানগর স্বেচ্ছাসেবকলীগের সিনিয়র যুগ্ম সম্পাদক মনসুর আহমদ, শিক্ষক সেলিম উদ্দিন, স্বেচ্ছাসেবক লীগ নেতা শহির উদ্দিন শরীফ, যুবলীগ নেতা আলীম উদ্দিন বাবলু, উপজেলা ছাত্রলীগের সাবেক সিনিয়র সহসভাপতি এমএ হান্নান, সাবেক সিনিয়র যুগ্ম, আহবায়ক মাহমুদুর রহমান স্বপন, যুবলীগ নেতা মঞ্জুর রহমান মঞ্জু, পলাশ, স্বেচ্ছাসেবকলীগ নেতা সুমন আহমদ প্রমুখ।

সিলেটভিউ/২৫ সেপ্টেম্বর ২০১৮/এএইচ/পিডি

শেয়ার করুন

আপনার মতামত দিন