আজ শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ইং

সিলেটে আওয়ামী লীগের আনন্দ মিছিল

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-১০-১০ ১৫:০৫:৩৭

জ্যেষ্ঠ প্রতিবেদক :: রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে ২০০৪ সালের ২১ আগস্ট ভয়াবহ গ্রেনেড হামলার ঘটনায় মতিঝিল থানায় দায়ের করা মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ ১৯ জনকে ফাঁসির আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। এ ছাড়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ ১৭ জনের যাবজ্জীবনের আদেশ দেয়া হয়েছে।

গ্রেনেড হামলার রায়কে স্বাগত জানিয়ে সিলেট নগরীতে আনন্দ মিছিল করেছে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ। বুধবার দুপুর রায় ঘোষণার পরপর তাৎক্ষণিক বিক্ষোভ মিছিলটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

আনন্দ মিছিলে যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ, শ্রমিকলীগসহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

এসময় উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, আওয়ামী লীগ নেতা আশফাক আহমদ, শাহ ফরিদ আহমদ, সুজাত আলী রফিক, এড নাসির উদ্দিন খান, হুমায়ূন ইসলাম কামাল, এডভোকেট শামসুল ইসলাম, স্বেচ্ছাসেবকলীগ নেতা সুব্রত পুরকায়স্থ, আ.লীগ নেতা এ আর সেলিম, নিজাম উদ্দিন চেয়ারম্যান, হাবিবুর রহমান হাবিব, মহানগর যুবলীগের যুগ্ম আহবায়ক আসাদুজ্জামান আসাদ, জেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি আফসার আজিজ, মহানগর স্বেচ্ছাসেবকলীগ সভাপতি আফতাব হোসেন খান, সহ-সভাপতি পিযুষ কান্তি দে প্রমুখ।

সিলেটভিউ২৪ডটকম/১০অক্টোবর২০১৮/এমইউএ




শেয়ার করুন

আপনার মতামত দিন