আজ বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ ইং

মানুষের প্রত্যাশা ছিল তারেকের ফাঁসি হবে: কামরান

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-১০-১০ ১৮:৩০:২৬

জ্যেষ্ঠ প্রতিবেদক :: ঢাকায় বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে নৃশংস গ্রেনেড হামলার রায়ে হতাশা ব্যক্ত করেছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী সদস্য বদর উদ্দিন আহমদ কামরান। তিনি বলেছেন, ‘মানুষের প্রত্যাশা ছিল, মূল পরিকল্পনাকারী তারেক রহমানের ফাঁসি হবে।’

বুধবার দুপুরে রায় পরবর্তী এক প্রতিক্রিয়ায় এমন মন্তব্য করেন মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান। নগরীর কোর্টপয়েন্টে এ সময় মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, যুগ্ম সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, বিজিত চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

কামরান বলেন, ‘আমরা আদালতের রায়ের প্রতি শ্রদ্ধাশীল। কিন্তু এই রায় বাংলার মানুষকে হতাশ করেছে। এটা ছিল ইতিহাসের বর্বরোচিত একটি হত্যাকাণ্ড। জাতির জনকের কন্যা শেখ হাসিনাসহ আওয়ামী লীগের নেতৃবৃন্দকে হত্যা করে আওয়ামী লীগকে নেতৃত্বশূন্য করার জন্য যে পরিকল্পনা বিএনপি-জামায়াত জোট সরকার নিয়েছিল, সেই পরিকল্পনামাফিক তারাই হামলা চালায়। তাতে আমাদের আইভী রহমানসহ ২৩ জন নেতাকর্মী নিহত হন। আমাদের আশা ছিল, জাতির আশা ছিল, সর্বোচ্চ রায় হবে। বিশেষ করে মূল পরিকল্পনার মধ্য দিয়ে তারেক রহমান হত্যাকাণ্ড সংঘটিত করেন। সেই তারেক রহমানের ফাঁসি হবে, এটাই মানুষের প্রত্যাশা ছিল। এই রায়ে আমরা হতাশ হয়েছি।’

সিলেটভিউ২৪ডটকম/১০ অক্টোবর ২০১৮/শাদিআচৌ/আরআই-কে

শেয়ার করুন

আপনার মতামত দিন