Sylhet View 24 PRINT

সংসদ নির্বাচন: সিলেট বিভাগের যে আসনে যতো ভোট

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-১০-১১ ০০:১২:৪৮

জ্যেষ্ঠ প্রতিবেদক :: আগামী কয়েক মাসের মধ্যে দেশে একাদশতম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। ওই নির্বাচনকে ঘিরে নানা প্রস্তুতি গ্রহণ করছে নির্বাচন কমিশন (ইসি)। এই প্রস্তুতির অংশ হিসেবেই দেশের প্রতিটি সংসদীয় আসনের ভোটার তালিকা চূড়ান্ত করেছে ইসি। এর মধ্যে সিলেট বিভাগের আসনগুলোও রয়েছে।

ইসি সূত্রে জানা গেছে, সারা দেশে বর্তমানে ১০ কোটি ৪১ লাখ ৯০ হাজার ৪৮০ জন ভোটার রয়েছেন। তন্মধ্যে পুরুষ ৫ কোটি ২৫ লাখ ৪৭ হাজার ৩২৯ জন এবং নারী ভোটার ৫ কোটি ১৬ লাখ ৪৩ হাজার ১৫১ জন।

সিলেট বিভাগের সিলেট-১ আসনে ৫ লাখ ৪৩ হাজার ৫৩০ জন, সিলেট-২ আসনে ২ লাখ ৮৬ হাজার ৩৮০ জন, সিলেট-৩ আসনে ৩ লাখ ২২ হাজার ২৯৩ জন, সিলেট-৪ আসনে ৩ লাখ ৮২ হাজার ৪০১ জন, সিলেট-৫ আসনে ৩ লাখ ২৪ হাজার ৩১২ জন এবং সিলেট-৬ আসনে ৩ লাখ ৯৩ হাজার ৮৮৫ জন ভোটার রয়েছেন।

সুনামগঞ্জ-১ আসনে ৩ লাখ ৯৮ হাজার ৯৯৪ জন, সুনামগঞ্জ-২ আসনে ২ লাখ ৫০ হাজার ৬৮৩ জন, সুনামগঞ্জ-৩ আসনে ২ লাখ ৯২ হাজার ৫১১ জন, সুনামগঞ্জ-৪ আসনে ২ লাখ ৮৮ হাজার ৯৯৩ জন, সুনামগঞ্জ-৫ আসনে ৪ লাখ ১৫ হাজার ৮৮৫ জন ভোটার আছেন।

মৌলভীবাজার-১ আসনে ২ লাখ ৬৫ হাজার ৮০৯ জন, মৌলভীবাজার-২ আসনে ২ লাখ ৪১ হাজার ১৬১ জন, মৌলভীবাজার-৩ আসনে ৩ লাখ ৯১ হাজার ২৬৮ জন।

হবিগঞ্জ-১ আসনে ৩ লাখ ৬৪ হাজার ৯৭৭ জন, হবিগঞ্জ-২ আসনে ৩ লাখ ৬ হাজার ৯৭২ জন, হবিগঞ্জ-৩ আসনে ৩ লাখ ২৬ হাজার ৫৯৩ জন এবং হবিগঞ্জ-৪ আসনে ৪ লাখ ২৭ হাজার ৫২৫ জন ভোটার রয়েছেন।

সিলেটভিউ২৪ডটকম/১০ অক্টোবর ২০১৮/ আরআই-কে

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.