আজ শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ ইং

বিশ্বনাথে ‘ভুয়া সনদে শিক্ষক নিয়োগে’ নিন্দা প্রকাশ

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-১০-১১ ১৮:৩৮:৫৭

নিজস্ব প্রতিবেদক, বিশ্বনাথ :: সিলেটের বিশ্বনাথে উপজেলা আইন-শৃংখলা কমিটির মাসিক সভা বৃহস্পতিবার সকালে উপজেলা বিআরডি মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

সভায় সদ্য সম্পন্ন প্রাথমিক বিদ্যালয়ের ‘সহকারী শিক্ষক নিয়োগ (২০১৪ সালের স্থগিতকৃত)’ পরীক্ষায় জাতিয়াতি করে ভুয়া নাগরিক সনদ সংগ্রহের মাধ্যমে ৭জন (২৫ জনের মধ্যে) বহিরাগত নিয়োগ পাওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বক্তারা।

সভায় দাবি উঠে শীঘ্রই ভুয়া নাগরিক সনদ সংগ্রহকারী ওই ৭ জনের নিয়োগ বাতিল করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করার পাশাপাশি শূন্য হওয়া ওই ৭টি পদে লিখিত পরীক্ষায় উত্তীর্ন হওয়া স্থানীয় ৭ জনকে নিয়োগ প্রদান করার। এছাড়া অতীতে ভুয়া সনদে (নাগরিক সনদ’সহ) নিয়োগ পাওয়া ব্যক্তিদের ব্যাপারে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহনের সিদ্ধান্ত হয় সভায়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমিতাভ পরাগ তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী।

সভায় আসন্ন শারদীয় দূর্গা পূজা সুষ্ঠ, সুন্দর ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার জন্য নানান সিদ্ধান্ত গ্রহন করা হয়। উপজেলায় বাল্যবিবাহ সম্পূর্ন রুপে বন্ধ করার জন্য সর্বস্তরের জনসাধারণকে আরোও বেশি করে সচেতন হয়ে তীব্র প্রতিবাদ গড়ে তোলার আহবান করা হয়। মধ্য রাতে পল্লী বিদ্যুৎ’র লোডশেডিং করার প্রক্রিয়া বন্ধ করার দাবি উঠে সভায়। বিয়ের গাড়ী আটকে হিজড়া জনগোষ্টির করা চাঁদাবাজি বন্ধ ও মাদক ব্যবসার সাথে জড়িতদের আইনের আওতায় আনার দাবি করা হয়। দীর্ঘদিন ধরে আটকে থাকা উপজেলার বিভিন্ন মৌজার প্রিন্ট ফর্সাগুলো চলে আসায় নামজারীর ক্ষেত্রে মানুষের দূর্ভোগ লাগব হবে বলে সভাকে অবহিত করা হয়।

সভায় বক্তব্য রাখেন- উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাতেমা-তুজ-জোহরা, বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) মোহাম্মদ শামসুদ্দোহা পিপিএম, বিশ্বনাথ সদর ইউপি চেয়ারম্যান ছয়ফুল হক, লামাকাজী ইউপি চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়া, দৌলতপুর ইউপি চেয়ারম্যান আমির আলী, রামপাশা ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট মোহাম্মদ আলমগীর, উপজেলা শিক্ষা কর্মকর্তা মহিউদ্দিন আহমেদ, জেলা পূজা উদযাপন পরিষদের সদস্য নিশি কান্ত পাল, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সমরেন্দ্র বৈদ্য, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক জয়ন্ত আচার্য্য, বিশ্বনাথ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু, কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী শিপন, পল্লী বিদ্যুৎ সমিতি সিলেট-১’র বিশ্বনাথ জোনাল অফিসের এজিএম নাজমুল হাসান, সাংবাদিক আশিক আলী, কামাল মুন্না, নবীন সুহেল।

সভায় উপস্থিত ছিলেন- উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার ওয়াহিদ আলী, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বেগম স্বপ্না শাহীন, দশঘর ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাবিবুর রহমান ছাতির, বিশ্বনাথ সরকারি কলেজের অধ্যাপক এনামুল হক, উপজেলা প্রকৌশলী আনোয়ার হোসেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সমীর রঞ্জন দাশ, বিআরডিবি কর্মকর্তা শাহ আরম সরকার, সমাজ সেবা কর্মকর্তা আবদুল-আল জুবায়ের, ভারপ্রাপ্ত সিনিয়র মৎস্য কর্মকর্তা সফিকুল ইসলাম ভূঁইয়া, ভারপ্রাপ্ত আনসার-বিডিপি কর্মকর্তা পারভেজ আহমদ, রাম সুন্দর সরকারী অগ্রগামী উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক নবেন্দ্যু জ্যোতি দে, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যক্ষ একেএম মনোহর আলী, বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি কাজী মুহাম্মদ জামাল উদ্দিন, সদস্য অসিত রঞ্জন দেব, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মশিউর রহমান, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের মানিক লাল দে, সহ সভাপতি রুপক কুমার দে, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অজিত কুমার পাল, যুগ্ম সম্পাদক জয়ন্ত কুমার দাশ, উপজেলা জন্মাষ্ঠমী উদযাপন পরিষদের সভাপতি শংকর দাশ শংকু, সাধারণ সম্পাদক কানু রঞ্জন দেব, বাঁচাও বাসিয়া ঐক্য পরিষদের আহবায়ক ফজল খান, সাংবাদিক মিছবাহ উদ্দিন, ব্লাস্টের উপজেলা কো-অর্ডিনেটর গীতা রাণী মোদক, ফটো সাংবাদিক শফিকুল ইসলাম শফিক, সংগঠক স্বরদিন্দু চক্রবর্তী, আবদুল মতিন, সবিনয় মালাকার, নন্দ লাল বৈদ্য, বিষু দে'সহ উপজেলার ২৪টি পূজা মন্ডপের সদস্য ও বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ।   


সিলেটভিউ২৪ডটকম/১১ অক্টোবর ২০১৮/পিবিএ/এসডি

শেয়ার করুন

আপনার মতামত দিন