Sylhet View 24 PRINT

মৌলভীবাজারে বিশ্ব দৃষ্টি দিবস পালিত

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-১০-১১ ১৮:৪৪:১৫

মৌলভীবাজার প্রতিনিধি :: 'সবার জন্য চক্ষু সেবা' এই স্লোগান নিয়ে বিশ্ব দৃষ্টি দিবস মৌলভীবাজারে পালন করেছে বিএনএসবি চক্ষু হাসপাতাল।

বৃহস্পতিবার সকালে মৌলভীবাজার প্রেসক্লাব থেকে দৃষ্টি পদযাত্রা শুরু হয়। র‌্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে পুনরায় প্রেসক্লাবে প্রাঙ্গনে এসে শেষ হয়।

পরে প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভার বিএনএসবি চক্ষু হাসপাতালের অবৈতনিক যুগ্ম-সাধারণ সম্পাদক আবদুল হামিদ মাহবুবের সভাপতিত্বে বক্তব্য রাখেন- সাংবাদিক সৈয়দ এস এম উমেদ আলী, সৈয়দ হেদায়েত উল্লাহ বেলাল, সৈয়দ তৌফিক আহমদ, সৈয়দ মুজিবুর রহমান, প্রেসক্লাবের সম্পাদক সালেহ এলাহী কুটি প্রমূখ।

পরে কাশিনাথ অলাউদ্দিন স্কুল এন্ড কলেজে  চক্ষু ক্যাম্পের আয়োজন করা হয়। বিএনএসবি চক্ষু হাসপাতালের চিকিৎসকগণ চিকিৎসা প্রদান করেন। এতে ১২০০ (বারশত) ছাত্র/ছাত্রীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান এবং প্রয়োজন অনুযায়ী ঔষধ এবং ২৭জন শিক্ষার্থীদের মধ্যে চশমা প্রদান করা হয়।
  

সিলেটভিউ২৪ডটকম/১১ অক্টোবর ২০১৮/ওএফএন/এসডি

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.