আজ শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ইং

জাতি ফরমায়েশি রায় ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে: কাহের শামীম

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-১০-১১ ১৮:৪৬:৩০

জ্যেষ্ঠ প্রতিবেদক :: সিলেট জেলা বিএনপির সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম বলেছেন, ‘অবৈধ সরকার আদালতের ঘাড়ে বন্দুক রেখে বিএনপিকে নিশ্চিহ্ন করার যে ষড়যন্ত্র শুরু করেছিল, ২১ আগস্ট গ্রেনেড হামলার মামলার ফরমায়েশি রায়ে তার নগ্ন বহিঃপ্রকাশ ঘটিয়েছে। জাতি বাকশালী সরকারের এই ফরমায়েশি রায় ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে।’

গ্রেনেড হামলার মামলার রায়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ প্রদানের প্রতিবাদে এবং রায় বাতিলের দাবিতে বৃহস্পতিবার বিকেলে সিলেট নগরীর ঐতিহাসিক রেজিস্ট্রারি মাঠে আয়োজিত বিক্ষোভ কর্মসূচিতে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন শামীম।

এ সময় সিলেট জেলা ও মহানগর বিএনপি নেতৃবৃন্দ বলেন, ‘২১শে আগস্টের গ্রেনেড হামলাকে হাতিয়ার বানিয়ে আওয়ামী ফ্যাসিবাদী সরকার তাদের রাজনৈতিক প্রতিহিংসাকে চরিতার্থ করেছে। অন্যায় ও অযৌক্তিকভাবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ বিএনপি নেতাদের জড়িয়ে ফরমায়েশি সাজা প্রদানের রায় জাতি প্রত্যাখ্যান করেছে। দেশের জনগণ আওয়ামী লীগ সরকারের বিচার ব্যবস্থা সম্পর্কে পুরো অবগত আছে। আদালতকে রাজনৈতিক স্বার্থে ব্যবহারের মাধ্যমে বাকশালী সরকার গোটা বিচার ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। তাদের ভয়াল রোষানল থেকে তাদের অনুগত প্রধান বিচারপতিও রেহাই পাননি। এমন অবস্থায় আওয়ামী লীগের কাছ থেকে ন্যায় বিচার প্রত্যাশা করা বোকামির শামিল।’

মহানগর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আজমল বখত চৌধুরী সাদেকের পরিচালনায় বক্তব্য রাখেন- বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা এম. এ হক, বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক সাবেক এমপি দিলদার হোসেন সেলিম, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি শফি আহমদ চৌধুরী, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ডা. শাহরিয়ার হোসেন চৌধুরী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ, মহানগর সিনিয়র সহ-সভাপতি আব্দুল কাইয়ুম জালালী পংকী, মহানগর সহ-সভাপতি এডভোকেট হাবিবুর রহমান হাবিব, ফরহাদ চৌধুরী শামীম প্রমুখ।

সিলেটভিউ২৪ডটকম/১১ অক্টোবর ২০১৮/আরআই-কে

শেয়ার করুন

আপনার মতামত দিন