আজ শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ইং

মৌলভীবাজারে ইংরেজী সাহিত্যের যুগ চেনাতে চিত্র প্রদর্শন

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-১০-১১ ১৮:৫০:১৮

মৌলভীবাজার প্রতিনিধি:: মৌলভীবাজার সরকারি কলেজে ইংরেজী সাহিত্যের যুগ চেনাতে ব্যতিক্রমী চিত্র প্রদর্শন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে কলেজের ইংরেজী বিভাগ ৩য় বর্ষের উদ্যোগে ‘স্পার্কস অফ দা ইংলিশ লিটারেচার’ শিরোনামে বিভাগের একটি কক্ষে ১৬’শ বছরে ইংরেজী সাহিত্য ঐতিহ্যের উপর এই প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এসময় দর্শনার্থীরা ঘুরে ঘুরে সাহিত্যের বিভিন্ন যুগ সম্পর্কে ধারণা নেন।
 
ইংরেজী বিভাগের চেয়ারম্যান অধ্যাপক নাজমিন ইসলাম চৌধুরীর সভাপতিত্বে প্রদর্শনীর উদ্বোধন করেন মৌলভীবাজার সরকারি কলেজের অধ্যক্ষ ড. মো. ফজলুল আলী। বিশেষ অতিথি ছিলেন কলেজের রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক রফি উদ্দিন, ইংরেজী বিভাগের সহযোগী অধ্যাপক ভুবঞ্জয় আচার্য, সহকারী অধ্যাপক আব্দুল মালেক, লেকচারার দিপালোক রয়, কনিকা রয়, পিংকু কুমার রয়।
 
চিত্র প্রদর্শনীর আয়োজক ইংরেজী বিভাগ ৩য় বর্ষের শিক্ষার্থী জয়দেব দাশ, মাহবুবুর রহমান তুহিন, রাফি চৌধুরী, মাছুম আহমদ, সাদিয়া সরওয়ার খান, সাবিনা চৌধুরী, তিথি দেব পূজাসহ অন্যান্যরা জানান, ইংরেজী সাহিত্যের ৪৫০ খ্রিষ্টাব্দ থেকে বর্তমান পর্যন্ত প্রত্যেকটি যুগের সাহিত্য সম্পর্কে প্রাথমিক ধারণা দিতে আমরা এই প্রদর্শনীর আয়োজন করেছি। বিভাগে আগামী শনিবারও এই প্রদর্শনী থাকবে।


সিলেটভিউ২৪ডটকম/১১অক্টোবর ২০১৮/ওএফএন/আআ

শেয়ার করুন

আপনার মতামত দিন