Sylhet View 24 PRINT

সিলেটে সীমান্ত ব্যাংকের ১৩তম শাখা উদ্বোধন

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-১০-১১ ১৯:৪৪:৪২

সিলেট :: সীমাহীন আস্তা এই স্লোগানকে সামনে রেখে সীমান্ত ব্যাংক সিলেটে ১৩তম শাখা উদ্বোধন করা হয়েছে। আখালীয়ায় বিজিবি সিলেট সেক্টর সংলগ্ন বিজিবি কল্যান ভবনে ব্যাংক হল রুমে এ উদ্বোধনী অনুষ্ঠান  অনুষ্ঠিত হয়।

বর্ডারগার্ড বাংলাদেশ সিলেট সেক্টর কমান্ডার লে: কর্নেল মো. শহিদুল ইসলাম পিএসসি প্রধান অতিথি হিসাবে ফিতা কেটে ব্যাংকের উদ্বোধন করেন।  সীমান্ত ব্যাংকের  ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মুখলেসুর রহমান এর স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত  ছিলেন বাংলাদেশ ব্যাংক সিলেট এর নির্বাহী পরিচালক সৈয়দ তারিকুজ্জামান, বিজিবি এম পিবিজি এম পরিচালক ও ৪৮ বর্ডার গার্ড বাংলাদেশের অধিনায়ক লে: কর্নেল শাহ আলম চৌধুরী, সিলেট চেম্বারের সভাপতি খন্দকার শিপার আহমদ, কাউন্সিলর মখলিসুর রহমান কামরান, হেড অব ব্রাঞ্চসেস এন এইচ এম নুসরাত প্রমূখ।

হাফিজ শাকিল আহমদ এর কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠান পরিচালনা করেন ব্যান্ড ও কমিউনিকেশন ম্যানেজার মো. রাসেল আহমদ। গ্রাহকদের চাহিদা মোকাবেলায় সীমান্ত ব্যাংক রিটেইল ব্যাংকিং এর বিভিন্ন সেবা পার্সোনাল লোন, বাড়ি কেনার জন্য হোম লোন, গাড়ী কেনার জন্য কার লোন, ক্ষুদ্র ও মাঝারী শিল্পের জন্য এস,এম,ই লোন, কৃষকদের জন্য জামানতবিহীন কৃষি রিন ইত্যাদি নানা ধরনের সেবা চালু করেছে।

প্রধান অতিথির বক্তব্যে বর্ডারগার্ড বাংলাদেশ সিলেট সেক্টর কমান্ডার লে: কর্নেল মো. শহিদুল ইসলাম পিএসসি বলেন সীমান্ত ব্যাংক আপাময় জনগনের জন্য সীমান্তিক আস্তা অর্জন করবে। সীমান্ত ব্যাংক শুধু আর্থিক লাভবান হতে চায় না সামগ্রীক জনগোষ্টির উন্নয়নে কাজ করার অঙ্গীকার নিয়ে কার্য্যক্রম পরিচালনা করবে। তিনি সকল দ্বিধাদ্বন্ধ ভুলে সুন্দর ও নিরাপদ সেবা ও সামাজিক বিভিন্ন কর্মকান্ড অব্যাহত রাখতে সীমান্ত ব্যাংকের সেবা গ্রহনের আহবান জানান।

সীমান্ত ব্যাংকের  ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মুখলেসুর রহমান তার বক্তব্যে    বলেন সীমান্ত ব্যাংকের মালিক কোন ব্যাক্তি নয় একটি প্রতিষ্ঠান বিজিবি ওয়েলফেয়ার ট্রাষ্ট্র। বিজিবি যারা বাংলাদেশকে সুরক্ষা করে।তিনি বলেন সীমান্ত ব্যাংক শুধু শহরে নয় গ্রামে গঞ্জে আধিুনিক প্রযুক্তি নির্ভর ব্যাংকিং সেবা পৌছে দেওয়ার অঙ্গীকার নিয়ে কাজ করছে।

বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ ব্যাংক সিলেটের নির্বাহী পরিচালক সৈয়দ তারিকুজ্জামান বলেন, বিজিবি শৃংখলার মধ্যে চলে তাই সীমান্ত ব্যাংক শৃংখলার মধ্যে থাকবে। এই ব্যাংকের বেইসমেন্ট ভালো তার প্রচুর সদস্য আছে তাই জনগন এর প্রতি আস্তার সাথে থাকবে।

সিলেটভিউ২৪ডটকম/১১অক্টোবর ২০১৮/প্রেবি/আআ

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.