আজ শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ ইং

উন্নয়ন মেলার আবর্জনায় ভরা আলিয়ার মাঠ

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-১০-১১ ২০:২১:৩৯

আলিয়া মাঠের বেহাল দশা। ছবি: ইদ্রিস আলী

আব্দুল আহাদ :: সিলেট নগরীর আলিয়া মাদ্রাসা মাঠে ময়লা আবর্জনায় ভর্তি।মাঠের ভেতরে চা স্টল। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, মাঠটি ঠিকমতো দেখভাল করা হয় না। সিলেট নগরীর চৌহাট্টা পয়েন্টের পশ্চিম পাশে সরকারি আলিয়া মাদ্রাসা। স্থানীয়ভাবে ‘আলিয়া মাঠ’ নামে পরিচিত। আজ বৃহস্পতিবার বিকেলে গিয়ে দেখা যায়, মাঠের চারদিকে উন্নয়ন মেলার ময়লা আবর্জনায় ভর্তি। মাঠসংলগ্ন ফুটপাতে চা-সিগারেটের দোকান। ফুটপাতের ওপরেই বসার বেঞ্চ। পুরো মাঠের চারপাশ নোংরা আবর্জনায় ভরা।

আজির উদ্দিন চা-পান বিক্রি করেন এই মাঠের পাশের ফুটপাতে। তিনি বলেন, ‘এহেনে বহি, দৌড়ানিও দেয়। আবার আহি।’

মাঠের ভেতরে পাঁচ দিন আগে হয়ে যাওয়া উন্নয়ন মেলার কিছু আবর্জনা পোড়ানো হয়েছে মাঠের মধ্যে। তার পোড়া গন্ধ ছড়িয়ে পড়েছে। বিভিন্ন খাবারের প্যাকেট, কাগজে পুরো মাঠে ছত্রখান। মাঠে কোনো ঘাস নেই। ধুলা-ময়লায় ভর্তি। এর মধ্যেই ক্রিকেট খেলছে ছোট ছোট অনেকগুলো দল। মাঠের পূর্ব দিকে আলাদা জায়গা করা হচ্ছে ক্রিকেট অনুশীলনের জন্য।

কলেজশিক্ষার্থী মনছুর আলম এ মাঠে নিয়মিত ক্রিকেট খেলেন। তিনি সিলেটভিউকে বলেন, আজ আমাদের কলেজের দুটি টিমের মধ্যে ফাইনেল খেলা হচ্ছে। এই খেলা গত শ্রক্রবার হওয়ার কথা ছিল। কিন্তু সরকারের উন্নয়ন মেলার জন্য তারিখ পেছানো হয়। উন্নয়ন মেলা শেষ হলেও এখনও ময়লা-আবর্জনা পরিস্কার করেনি কর্তৃপক্ষ। ‘দুই ঈদ ছাড়া মাঠটির খোঁজ কেউ নেয় না। অনেক আগে ঘাস লাগাইছিল, থাকে নাই। ময়লা আবর্জনার মধ্যেই খেলতে হয়।’

মাঠের একদিক প্রাচীর দিয়ে ঘেরা। অন্যদিক গুলো খোলা। কিন্তু মাঠে ঢোকার গেটগুলোর জীর্ণ দশা। উত্তর-পশ্চিম দিকে অনেকগুলো গাছের চারা রাখা। মাঠে খেলতে আসা বেশ কয়েকজন বললেন, তাঁরাই মাঝে মাঝে নিজ উদ্যোগে পরিষ্কার করেন। সিটি কর্পোরেশন থেকে আসে কি না প্রশ্ন করলে তাঁরা বলেন, ‘উল্টো কর্পোরেশন নিজেরাই উন্নয়ন মেলার ময়লা মাঠের ভেতরে রেখে দিয়েছে।’

স্থানীয় বাসিন্দা আবদুল মান্নান সিলেটভিউকে বলেন, ‘এই মাঠ সব সময়ই এমন থাকে। আবর্জনার মাঝেই ছেলেরা খেলাধুলা করে। প্রায় সময় অনেকেই মাঠে ছড়িয়ে থাকা ইট-সুরকিতে আহত হয়।ফুটপাতের তো বিচ্ছিরি অবস্থা।’

সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সন্দ্বীপ কুমার সিংহ সিলেটভিউকে বলেন, সরকারের উন্নয়ন মেলার ময়লা আবর্জনা পরিস্কারের জন্য সিলেট সিটি কর্পোরেশন কে চিঠি দেওয়া হয়েছে। মাঠ পরিস্কারের দায়ীত্ব সিটি কর্পোরেশনের।

সিলেট সরকারি আলিয়া্ মাদ্রাসার অফিস সহকারী মো. গিয়াস উদ্দিন সিলেটভিউকে বলেন, মাঠটি সিলেট সিটি করপোরেশনের ১ নম্বর ওয়ার্ডের অন্তর্ভুক্ত। মাঠটি সিলেট সরকারি আলিয়া মাদ্রাসার । তবে বিভিন্ন কাজে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান মাঠটি ব্যবহার করে।যারা মাঠ ব্যবহার করবে তারা নিজ দায়ীত্বে মাঠটি পরিস্কার করবে।

সিলেট সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা শাখার কর্মকর্তা মো. হানিফুর রহমান মাঠের অবস্থা সম্পর্কে সিলেটভিউকে বলেন, উন্নয়ন মেলা উপলক্ষে সিটি কর্পোরেশন থেকে গাড়ি ও জনবল দেয়া হয়েছে। মেলা আয়োজনকারী  কর্তৃপক্ষ যদি মাঠটি পরির্পুণ পরিস্কার না করে তাহলে আমরা কি করবো?

তিনি আরো বলেন, ‘মাঠের চারদিক পরিস্কার করেছিলাম, দুই একটি চা-স্টল ও মাঠে উন্নয়ন মেলার ময়লা- আবর্জনা থাকতে পারে। মাঠ পরিষ্কারও আমাদের লোক করে থাকে। শিগগিরই মাঠটি পরিস্কার ও সংস্কারের কাজ শুরু হবে।’

সিলেটভিউ২৪ডটকম/১১অক্টোবর ২০১৮/আআ

@

শেয়ার করুন

আপনার মতামত দিন