আজ বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ইং

খেলাধুলা শিক্ষার্থীদের অপকর্ম থেকে বিরত রাখে: অধ্যক্ষ নিতাই চন্দ্র

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-১০-১১ ২২:০৪:২৯

আশরাফ আহমেদ, এমসি কলেজ প্রতিনিধি :: সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ আন্তঃবর্ষ ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (১১ অক্টোবর) সকালে কলেজের ছাত্রাবাস মাঠে উত্তেজনাকর এই খেলায় জন লক ভ্যানগার্ডকে ০-১ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে সক্রেটিস উইসডম।

ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ অধ্যক্ষ প্রফেসর নিতাই চন্দ চন্দ্র।

রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রধান শামীমা চৌধুরীর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপাধ্যক্ষ প্রফেসর মো. সালেহ আহমেদ, এমসি কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক তোতিউর রহমান প্রমুখ।

এ সময় সংক্ষিপ্ত এক বক্তব্যে এমসি অধ্যক্ষ নিতাই চন্দ চন্দ্র  বলেন, লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধুলার প্রতি আগ্রহী করা প্রয়োজন। খেলাধুলার চর্চার মাধ্যমে তাদেরকে বিভিন্ন অপকর্মের হাত থেকে রক্ষা করা সম্ভব। এসময় তিনি এরকম প্রতিযোগীতামূলক খেলাধুলা আয়োজনের ধারা অব্যাহত রাখার আহবান জানান।

এর আগে শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন রাষ্ট্রবিজ্ঞান আন্তঃবর্ষ ফুটবল টুর্নামেন্টের আহবায়ক সহযোগী অধ্যাপক জীবন কৃষ্ণ আচার্য্য।

প্রধান অতিথিকে ফুল দিয়ে বরণ করেন কলেজ ছাত্রলীগ নেতা ও রাষ্ট্রবিজ্ঞানের সাবেক ছাত্র আলতাফ হোসেন মুরাদ।

সিলেটভিউ/১১ অক্টোবর ২০১৮/এএ/পিডি

শেয়ার করুন

আপনার মতামত দিন