আজ শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ ইং

'প্রাধিকার' এর নতুন নির্বাহী কমিটি গঠন

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-১০-১১ ২২:১৫:৫৯

সিকৃবি প্রতিনিধি :: সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রাণি অধিকার এবং জীববৈচিত্র্য সংরক্ষণ বিষয়ক সংগঠন "প্রাধিকার" এর ২০১৮-১৯ বর্ষের নতুন নির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার বিকাল চারটায় প্রাধিকারের সাধারণ সম্পাদক কিরাত আল তালুকদারের পরিচালনায় এবং বিনায়ক শর্মার সভাপতিত্বে অনুষ্ঠিত প্রাক্তন নির্বাহী কমিটির বিদায়ী অনুষ্ঠানে ৪৪ সদস্যবিশিষ্ট এই কমিটি ঘোষণা করা হয়।

নতুন নির্বাহী কমিটিতে ভেটেরিনারি, এনিম্যাল এন্ড বায়োমেডিক্যাল সায়েন্স অনুষদের শিক্ষার্থী মোঃ আনিসুর রাহমান সভাপতি এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন একই অনুষদের শিক্ষার্থী মহিউদ্দীন হায়দার রিফাত।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেটেরিনারি, এনিম্যাল এন্ড বায়োমেডিকেল সায়েন্সেস অনুষদের ডিন এবং প্রাধিকারের উপদেষ্টা অধ্যাপক ড. এ.টি.এম মাহবুব-ই-ইলাহী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাধিকারের উপদেষ্টা মন্ডলীর সদস্য জেনেটিক্স বিভাগের শিক্ষক অধ্যাপক ড. মোঃ মোহন মিয়া এবং মেডিসিন বিভাগের শিক্ষক সহযোগী অধ্যাপক ড. বাশির উদ্দিন।

অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক এ.টি.এম মাহবুব-ই-ইলাহী বলেন, প্রাধিকার নিঃস্বার্থভাবে বাকশক্তিহীন প্রাণিদের হয়ে কথা বলে। তাদের এ কাজ প্রশংসার দাবিদার। তাদের কাজে সব রকমের সহযোগিতা অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে প্রাধিকারের সাবেক সভাপতি মনজুর কাদের চৌধুরী ও সাধারণ সম্পাদক আব্দুল মজিদ উজ্জ্বল দিকনির্দেশনা মুলক বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে সংগঠনের সকল নির্বাহী এবং সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন।

সিলেটভিউ/১১ অক্টোবর ২০১৮/ডেস্ক/পিডি

শেয়ার করুন

আপনার মতামত দিন