আজ শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ইং

নগরীতে সিসিকের উচ্ছেদ অভিযান

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-১০-১৪ ১৩:৫১:০৩

জ্যেষ্ঠ প্রতিবেদক :: সিলেট নগরীর ধোপাদিঘীরপাড়ে উচ্ছেদ অভিযান চালিয়েছে সিলেট সিটি কর্পোরেশন। রবিবার দুপুরে পরিচালিত অভিযানে প্রায় অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। সিটি কর্পোরেশনের দাবি এরা সবাই অবৈধভাবে দিঘী দখল করে স্থাপনা নির্মাণ করেছিল।

এর দুই মাস আগে নিজেদের স্থাপনা সরিয়ে নিতে নোটিশও দিয়েছিল সিটি কর্পোরেশন। কিন্তু তাতে কাজ হয়নি। তাই রবিবার মেয়র আরিফুল হক চৌধুরীর নেতৃত্বে সেখানে উচ্ছেদ অভিযান চালানো হয়।

সিলেট সিটি কর্পোরেশনের জনসংযোগ কর্মকর্তা শাহাব উদ্দিন শিহাব এসব তথ্য নিশ্চিত করেছেন।

প্রসঙ্গত, ভারতীয় হাইকমিশনের সহযোগিতায় ধোপাদিঘীকে খনন করে এর পাশে ওয়াকওয়েসহ সৌন্দর্য বর্ধনের একটি প্রকল্প ইতোমধ্যে টেন্ডার অনুমোদন করেছে নগরভবন কর্তৃপক্ষ। এখানে দিঘীর মাঝখানে একটি ভাসমান রেস্টুরেন্টও নির্মাণ করা হবে। ঠিকাদারি প্রতিষ্ঠানও কাজ বুঝে নিয়েছে। এখন জায়গাটি দখলমুক্ত হলে তারা কাজ শুরু করবে বলে জানাগেছে।

সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী কারাগারে থাকাকালীন সময়ে তৎকালীন প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্বকালীন সময়ে এই প্রকল্পটির অনুমোদন হয়েছিল।

সিলেটভিউ/১৪অক্টোবর২০১৮/এমইউএ

শেয়ার করুন

আপনার মতামত দিন