Sylhet View 24 PRINT

দুর্নীতির অভিযোগে সিলেটসহ সারাদেশে প্রাইমারী দপ্তরী নিয়োগ স্থগিত

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-১০-১৪ ১৬:৫১:২৯

সিলেট :: কোটি টাকার দুর্নীতির অভিযোগে সিলেটসহ সারাদেশের প্রাইমারী দপ্তরী নিয়োগ স্থগিত করেছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান ফিজা। তিনি রোববার দুপুর ২টায় সিলেট সার্কিট হাউসে কানাইঘাটের শিক্ষকদের নিয়ে এক মতবিনিময় সভায় জকিগঞ্জের ৬৯নং সুলতানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দপ্তরী নিয়োগে দুর্নীতির অভিযোগ করেন জকিগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও মহানগর যুবলীগের সদস্য সাজু ইবনে হান্নান খান।

অভিযোগের ভিত্তিতে মন্ত্রী জকিগঞ্জ উপজেলার ৩৯ জন দপ্তরী নিয়োগ স্থগিতসহ সারাদেশের প্রাথমিক দপ্তরী নিয়োগ স্থগিত করার জন্য প্রাথমিক গণশিক্ষা সচিব, ডিজি, ডিপিও, সিলেটের জেলা প্রশাসক ও জকিগঞ্জ শিক্ষা অফিসারকে নির্দেশ দেন। দুর্নীতির অভিযোগ তদন্তের জন্য সিলেটের জেলা প্রশাসককে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠনের নির্দেশ দেন।

জকিগঞ্জসহ সারা দেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দপ্তরী নিয়োগ স্থগিত এ বিষয়টি নিশ্চিত করেছেন জকিগঞ্জ উপজেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কাজি সাইফুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী এমপি, কানাইঘাটের সাতবাক ইউপি চেয়ারম্যান মোস্তাক আহমদ পলাশ, কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা মাসুম বিল¬াহ চৌধুরী, জেলা ছাত্রলীগের সহ সভাপতি নিজাম উদ্দিন, আইন সম্পাদক বিপ¬ব দাস, সাইফুর রহমান রাজন, মাহফুজ, কানাইঘাট আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক এডভোকেট মামুনুর রশিদ, চেয়ারম্যান মাসুদ আহমদ, কবির আহমদ প্রমুখ।

সিলেটভিউ২৪ডটকম/১৪ অক্টোবর ২০১৮/ইআ

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.