আজ শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ইং

জুড়ীতে উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন হুইপ শাহাব উদ্দিন

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-১০-১৫ ১৩:০১:৪২

জুড়ী প্রতিনিধি :: জাতীয় সংসদের হুইপ মো. শাহাব উদ্দিন এমপি রবিবার দিনব্যাপি জুড়ীতে প্রায় ৪কোটি টাকা ব্যয়ে বিভিন্ন উন্নয়ন কাজের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

প্রকল্পের মধ্যে রয়েছে ১কোটি ৫২লাখ টাকা ব্যয়ে নির্মিত পূর্বজুড়ী ইউনিয়নের ভবানীগঞ্জ বাজার-দূর্গাপুর রাস্তা উদ্বোধন, ৮৮লাখ টাকা ব্যয়ে ছোট ধামাই উচ্চ বিদ্যালয়ে ৪তলা ভিত্তির একতলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন, ৪২লাখ টাকা ব্যয়ে নির্মিত গোয়ালবাড়ী ইউনিয়ন ভূমি অফিস উদ্বোধন, ৭৮লাখ টাকা ব্যয়ে শিলুয়া উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের ৪তলা ভিত্তির একতলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন, শিলুয়া উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের শেখ রাসেল ডিজিটাল ল্যাব উদ্বোধন ও ৬৩লাখ টাকা ব্যয়ে গোয়ালবাড়ী ইউনিয়নের কুচাই-শিলুয়া বাজার রাস্তা উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন।

এ সময় অন্যান্যের মধ্যে উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক বদরুল হোসেন, উপজেলা চেয়ারম্যান গোলশান আরা মিলি, বড়লেখা উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর, উপজেলা নির্বাহী কর্মকর্তা অসীম চন্দ্র বনিক, ভাইস চেয়ারম্যান কিশোর রায় চৌধুরী মনি, রনজিতা শর্মা প্রমুখ উপস্থিত ছিলেন। রাতে গোয়ালবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের কর্মী সভায় যোগদেন হুইপ শাহাব উদ্দিন।

সিলেটভিউ২৪ডটকম/১৫ অক্টোবর ২০১৮/এমএএল/আআ

শেয়ার করুন

আপনার মতামত দিন