Sylhet View 24 PRINT

নগরীর করেরপাড়ায় অবৈধ স্থাপনা গুড়িয়ে দিলো সিসিক

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-১০-১৫ ১৪:৩৩:৩৫

করেরপাড়ায় সিসিকের অভিযান। ছবি: শাহীন আহমদ

জ্যেষ্ঠ প্রতিবেদক :: সিলেট নগরীর ৮ নম্বর ওয়ার্ডের করেরপাড়া এলাকায় ছড়া দখল করে নির্মাণ করা অবৈধ স্থাপনা গুড়িয়ে দিয়েছে সিটি কর্পোরেশন।
সোমবার দুপুরে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় ছড়া দখল করে নির্মাণ করা অবৈধ কালভার্ট বুলেডোজার দিয়ে ভেঙে ফেলা হয়।
এসময় সিটি কর্পোরেশনের চিফ ইঞ্জিনিয়ার নূর আজিজুর রহমানসহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ, করেরপাড়া এলাকার প্রায় অর্ধশতাধিক মানুষ উপস্থিত ছিলেন।
 
সিটি কর্পোরেশন সূত্র জানিয়েছে, করেরপাড়া পয়েন্ট সংলগ্ন পনিটুলা লামাবাড়ীর বিনয় ঘোষ সাম্প্রতিককালে সরকারি ছড়া দখল করে কালভার্ট নির্মাণ করেন। এসময় এলাকাবাসী বাধা দিলেও তিনি সেটি না মেনেই কালভার্ট নির্মাণ করেন। সিটি কর্পোরশন থেকেও কোনরকম অনুমোদন নেয়া হয়নি।

সিসিকের প্রধান প্রকৌশলী নুর আজিজ বলেন, সিটি কর্পোরেশনের অনুমোদন ছাড়া অবৈধ কালভার্ট তৈরী করা হয়েছিল। এলাকাবাসী অভিযোগে এবং কালভার্টটি অবৈধ স্থাপনা হওয়ায় সিসিকের অভিযানে সেটি ভেঙে ফেলা হয়েছে।

সিলেটভিউ/১৫অক্টোবর২০১৮/এসএ/এমইউএ

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.