আজ বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ ইং

'সরকারের পাশাপাশি অসহায় মানুষের কল্যাণে এগিয়ে আসুন'

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-১০-১৫ ১৫:৫৮:১৯

সিলেট :: অক্টোবর সেবা সপ্তাহ উপলক্ষ্যে লায়ন্স ক্লাব অব সিলেট সুরমার উদ্যোগে এক গরীব অসহায় মেধাবী শিক্ষার্থী শাকিল আহমদের আজীবন শিক্ষার ব্যয়ভার গ্রহণ করেছেন ক্লাব নেতৃবৃন্দ।

সোমবার শাহী ঈদগাহের একটি অভিজাত রেস্টুরেন্টের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে নেতৃবৃন্দ এ ঘোষণা দেওয়া হয়।

শাকিল আহমদ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্র। 

লায়ন্স ক্লাব সিলেট সুরমার প্রেসিডেন্ট লায়ন বিলকিস নুর বলেন, আমরা চাই না টাকার অভাবে মেধাবীরা তাদের মৌলিক অধীকার শিক্ষা থেকে বঞ্চিত হোক। আমরা অতীতের ন্যায় আগামী দিনেও সকল গরিব ও মেধাবী শিক্ষার্থীদের পাশে থাকবো। লায়ন ক্লাবের প্রতিটি কার্যক্রম অত্যন্ত প্রশংসনীয়। তাই সরকারের পাশাপাশি অবহেলিত মানুষের পাশে থেকে মানবতার কল্যাণে কাজ করতে সবাইকে এগিয়ে আসার আহবান জানান।

এসময় বক্তব্য রাখেন- সালমা বাছিত, আফিয়া আলী, ক্লাব সাধারণ সম্পাদক লায়ন শাহেদা পারভীন চৌধুরী, লায়ন নাজনীন হোসেন, আছিয়া খানম সিকদার, সাজেদা পারভীন, সানজিদা খানম, বিদ্যালয়ের উপদেষ্টা পরিষদের সদস্য সচিব আব্দুল মালিক সুজন, চারুকলি বিদ্যালয়ে অরবিন্দ দাস গুপ্ত।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- সিনিয়র শিক্ষক মো. রানা, সিনিয়র শিক্ষক আবু হোসেন সোহেল, স্বপন আচার্য্য, করুণ দাস কিরণ, সুলতান আহমেদ, ফারহানা ইয়াসমিয়ান রুনী, আমিনুল ইসলাম।


সিলেটভিউ২৪ডটকম/১৫ অক্টোবর ২০১৮/প্রেবি/এসডি

শেয়ার করুন

আপনার মতামত দিন