আজ বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪ ইং

কুলাউড়ায় পেট্রোলের গোডাউনে আগুন, ৭ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-১০-১৫ ১৭:১৬:৫৩

কুলাউড়া প্রতিনিধি :: কুলাউড়া পৌর শহরের উত্তরবাজারের ফরমুজাবাদ এলাকায় মেসার্স ফরমুজ আলী নামে একটি গোডাউনে আগুন লেগে প্রায় ৭ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়েছে বলে ফায়ার সার্ভিস জানিয়েছে।

সোমবার (১৫ অক্টোবর) ৪টার দিকে গোডাউনে আগুন দেখে প্রত্যক্ষদর্শীরা ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে ফায়ার সার্ভিসের ও এইচআই সিফাত হোসেনের নেতৃত্বে প্রায় আধা ঘন্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

মেসার্স ফরমুজ আলীর স্বত্তাধিকারী মো. বদরুল ইসলাম জানান, আমি আমার ব্যবসা প্রতিষ্ঠানে বসেছিলাম। হঠাৎ শোনলাম আগুন লেগেছে। পৌঁছানোর আগেই আগুনের গতি বেড়ে যায়। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণ করে।

ফায়ার সার্ভিসের ওএইচআই (ওয়্যার হাউজিং ইন্সপেক্টর) সিফাত হোসেন বলেন, সময়মতো আমরা উপস্থিত হওয়ায় আগুন নিয়ন্ত্রণ করতে পেরেছি। আশেপাশের বিল্ডিংসহ প্রায় কোটি টাকার মালামাল রক্ষা করা সম্ভব হয়েছে।
 
সিলেটভিউ২৪ডটকম/১৫ অক্টোবর ২০১৮/এসএ/এসডি

শেয়ার করুন

আপনার মতামত দিন