Sylhet View 24 PRINT

মদিনা মার্কেটে সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে আলোর ভুবনের দুর্গোৎসব

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-১০-১৫ ১৯:০১:৫৮

সিলেট :: শাবিপ্রবি’র বাংলা বিভাগের সাবেক বিভাগীয় প্রধান প্রফেসর ড. শরদিন্দু ভট্টাচার্য্য বলেছেন, মানুষকে সেবা করার মাধ্যমেই সৃষ্টিকর্তার আরাধনা করা হয়। মানবতার কল্যাণে যারা অবদান রাখেন তারাই শ্রেষ্ট মানুষে পরিণত হন। তাই মানুষের সেবার মাধ্যমেই সৃষ্টিকর্তার ভালোবাসা অর্জন করতে হবে।

আলোর ভুবন বাংলাদেশ-এর উদ্যোগে এবং সিটি মডেল স্কুলের সার্বিক সহযোগিতায় দূর্গা পূজা উপলক্ষে সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে দূর্গোৎসব অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সংগঠনের সভাপতি অঞ্জন রায় সঞ্জয়ের সভাপতিত্বে সোমবার মদিনা মার্কেটের নোয়াপাড়াস্থ সিটি মডেল স্কুল এন্ড কলেজে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিটি মডেল স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক রাজন, পরিচালনা পর্ষদের সদস্য দোলন এষ চৌধুরী, ব্যবসায়ী ও শিক্ষানরাগী শাহাদাত হোসেন।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র গীতা থেকে পাঠ করেন মনিষা রাখি, সংগীত পরিবেশন করেন অর্পা দাশ, লাবনী দাশ, রেজুয়ান সুলতানা কাকন।

অনুষ্ঠানে প্রায় ৬০ জন অসহায় এবং সুবিধাবঞ্চিত শিশুদের মধ্যে দুর্গোৎসব উৎসবের জন্য বস্ত্র এবং বিভিন্ন উপহার সামগ্রী তুলে দেওয়া হয়।

উল্লেখ্য, আলোর ভুবন বাংলাদেশ সুবিধাবঞ্চিত শিশুদেরকে অন্ধকার পথ থেকে শিক্ষার আলোয় আলোকিত করার মিশন নিয়ে কাজ করে যাচ্ছে।

মোহাম্মদ আশরাফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের সহ সভাপতি আব্দুল কাদির রুমেল, সাংগঠনিক সম্পাদক রিপন তালুকদার, সহ প্রচার সম্পাদক মারুফ আহমদ।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সহ সভাপতি মনিকা বসু, সাধারণ সম্পাদক অমিত দাশ, সহ সাংগঠনিক সম্পাদক আজিম হোসেন জিদান, শিহাব উদ্দিন সোহাগ, আফরোজা চৌধুরী, শ্রাবণী সরকার তন্নী, রাহেলা ইয়াছমিন জ্যোতি, শ্রাবনী আক্তার, রুপক কান্তি দাশ, সাবিনা ইয়াসমিন, লিপ্টন সরকার, সুজন দেবনাথ, অকিল দাশ, রুহুল আমিন, রাজিব তালুকদার, সহ সমাজসেবা বিষয়ক সম্পাদক পিংকি সেনাপতি, সহ শিক্ষা ও পাঠচক্র সম্পাদক সুমন সরকার, সহ পরিবেশ বিষয়ক সম্পাদক জামিল আহমদ, দপ্তর সম্পাদক প্রান্ত দাশ, সহ দপ্তর সম্পাদক আরমান চৌধুরী নিঝুম, সাংস্কৃতিক সম্পাদক রিপন কুমার চন্দ, সহ সাংস্কৃতিক রুম্পা বর্মনসহ সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

সিলেটভিউ২৪ডটকম/১৫ অক্টোবর ২০১৮/প্রেবি/ইআ

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.