আজ মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪ ইং

কুলাউড়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির বার্ষিক সাধারণ সভা

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-১০-১৫ ২৩:২৪:১০

কুলাউড়া প্রতিনিধি:: মাধ্যমিক শিক্ষক সমিতি কুলাউড়া উপজেলা শাখার বার্ষিক সাধারণ সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। সোমবার বিকেল ৪টার দিকে কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।

সমিতির সভাপতি আলী আমজদ উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মো. আব্দুল কাদিরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. আব্দুল মতিনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন- সাবেক সংসদ সদস্য ও ঠিকানা গ্রুপের চেয়ারম্যান এম এম শাহীন, কুলাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আসম কামরুল ইসলাম, বাকশিস কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি, ইয়াকুব তাজুল মহিলা বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ মো. আব্দুর রউফ, মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফজলুর রহমান, কুলাউড়া মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আনোয়ার, মাধ্যমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি মো. খুরশিদ উল্লাহ, ভুকশিমইল স্কুল অ্যান্ড কলেজের সাবেক অধ্যক্ষ মোহাম্মদ মাসুক ও ছকাপন স্কুল অ্যান্ড কলেজের সাবেক অধ্যক্ষ মো. আব্দুল খালিক।
এছাড়াও অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- কর্মধা ইউপির সাবেক চেয়ারম্যান আব্দুস সহিদ বাবুল, মাধ্যমিক শিক্ষক সমিতির সহ-সভাপতি মো. আব্দুল মালিক ও মোজাহিদুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক ফয়জুর রহমান ছুরুক। সাধারণ সভায় বক্তারা শিক্ষকদের চাকুরী জাতীয়করণ করার জোর দাবি জানান।
উল্লেখ্য, সভায় সমিতির নেতাদের অনুরোধে কুলাউড়ার মাধ্যমিক শিক্ষকদের কল্যাণ তহবিলে নগদ এক লাখ টাকা আর্থিক সহায়তা প্রদান করেন সাবেক সংসদ সদস্য এম এম শাহীন। এসময় উপজেলার ৩৬টি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা উপস্থিত ছিলেন। সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। 
সিলেটভিউ২৪ডটকম/ ১৫ অক্টোবর ২০১৮/এসএ/কেআরএস

শেয়ার করুন

আপনার মতামত দিন