আজ মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪ ইং

তামাবিল সীমান্ত দিয়ে ভারতীয়কে ফেরত পাঠালো পুলিশ

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-১০-১৬ ১২:১১:৩৪

সিলেটভিউ ডেস্ক :: গোয়াইনঘাটের তামাবিল সীমান্ত দিয়ে অবৈধভাবে অনুপ্রবেশকারী এক ভারতীয় নাগরিককে ফেরত পাঠিয়েছে বাংলাদেশের ইমিগ্রেশন পুলিশ। ওই ব্যক্তি হচ্ছেন আসাম রাজ্যের শিলচর জেলার কাচার এলাকার রাজ বল্লব সিংয়ের ছেলে কৃষ্ণ চরণ সিং।

সোমবার বিকেলে তামাবিল স্থল বন্দরের চেকপোস্ট দিয়ে তামাবিল ইমিগ্রেশন পুলিশ তাকে ভারতীয় পুলিশ বাহিনীর কাছে হস্তান্তর করে। এ সময় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ) সদস্যরা উপস্থিত ছিলেন।

তামাবিল ইমিগ্রেশন পুলিশ সূত্রে জানা যায়, কুষ্টিয়া সীমান্ত দিয়ে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে গত বছরের ১০ মে কৃষ্ণ চরণকে আটক করেছিল বাংলাদেশ পুলিশ।

এর পর প্রায় দেড় বছর কারাভোগ শেষে গতকাল সোমবার তামাবিল চেক পোস্ট দিয়ে বাংলাদেশ ইমিগ্রেশন পুলিশ তাকে ভারতীয় পুলিশের কাছে হস্তান্তর করা হল।

তামাবিল ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ এস আই সৈয়দ মওদুদ আহমাদ রুমি বিষয়টি নিশ্চিত করেছেন।

সিলেটভিউ/১৬অক্টোবর২০১৮/ডেস্ক/এমইউএ

শেয়ার করুন

আপনার মতামত দিন