আজ শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ইং

বড়লেখায় ছোটলিখা উচ্চ বিদ্যালয়ের ভবন উদ্বোধন

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-১০-১৬ ২১:৪৬:৫১

নিজস্ব প্রতিবেদক, বড়লেখা :: মৌলভীবাজারের বড়লেখায় গ্রামতলা ছোটলিখা উচ্চ বিদ্যালয়ের চারতলা বিশিষ্ট একাডেমিক ভবন নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে।

মঙ্গলবার (১৬ অক্টোবর) বিকেলে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন জাতীয় সংসদের সরকার দলীয় হুইপ ও স্থানীয় সাংসদ মো. শাহাব উদ্দিন।

এ উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মিছবাউল বরের সভাপতিত্বে ও জেলা ছাত্রলীগের সহসভাপতি সুমন আহমদের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর, নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সুহেল মাহমুদ, বড়লেখা সদর ইউপি চেয়ারম্যান সোয়েব আহমদ, দক্ষিণ শাহবাজপুর ইউপি চেয়ারম্যান শাহাব উদ্দিন।

এসময় উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মুক্তিযোদ্ধা মুহাম্মদ সিরাজ উদ্দিন, সাধারণ সম্পাদক আনোয়ার উদ্দিন, বড়লেখা পৌরসভার মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান বিবেকানন্দ দাস নান্টু, থানার অফিসার ইনচার্জ ইয়াছিনুল হক, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ, প্যানেল মেয়র তাজ উদ্দিন, উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফরহাদ আহমদ, বড়লেখা সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি ইমরান হোসেন, দক্ষিণ শাহবাজপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক তারেক হাসনাত, সুজানগর ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক সামসুজ্জামান সামি, ছাত্রলীগ নেতা আরিফ আহমদ ও তৌফিক আহমদ প্রমুখ।

সিলেটভিউ২৪ডটকম/১৬ অক্টোবর ২০১৮/এজেএল/আরআই-কে

শেয়ার করুন

আপনার মতামত দিন