আজ বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ ইং

সিলেটের সম্প্রীতি দেখে আমি মুগ্ধ: ভারতীয় সহকারী হাই কমিশনার

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-১০-১৭ ১৬:০৬:৪৭

সিলেট :: ভারতীয় সহকারী হাই কমিশনার এল. কৃষ্ণমূর্তি বুধবার দুপুরে সিলেট নগরীর মিরাবাজারস্থ শ্রী শ্রী বলরাম জিউর আখড়া পূজামন্ডপ পরিদর্শন করেন।
 
এ সময় তার সাথে ছিলেন ভারতীয় সহকারী হাই কমিশনারের মিসেস দুর্গালক্ষ্মী কৃষ্ণমুর্তি, ২য় সেক্রেটারী মি. গিরীশ সি. পূজারী, মিসেস যমুনা পূজারীল, সার্বজনীন পূজা কমিটির সভাপতি শান্তিপদ দত্ত, সহ সভাপতি নিতিশ রাউত, সাধারণ সম্পাদক নারায়ন পুরকায়স্থ ফনি, সহ সাধারণ সম্পাদক বিজয় ভূষণ ধর, বলরাম জিউর আখড়া কমিটির সভাপতি সুব্রত চক্রবর্তী জুয়েল, সাধারণ সম্পাদক শ্যামল চন্দ দে, উপদেষ্টা রাতুলেন্দু দত্ত, শ্রী গোপিকা শ্যাম পুরকায়স্থ প্রমুখ।

শুরুতে ভারতীয় সহকারী হাই কমিশনার এল. কৃষ্ণমূর্তি ফুল দিয়ে শুভেচ্ছা জানান প্রিতম চক্রবর্তী, প্রসিত দে, গণদীপন দেব অর্ঘ্য।

এসময় ভারতীয় সহকারী হাই কমিশনার এল. কৃষ্ণমূর্তি বলেন, সিলেটের সম্প্রীতি দেখে আমি মুগ্ধ। ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের সহযোগীতা হওয়ায় দূর্গাপূজা সফলভাবে সম্পন্ন করা সম্ভব হবে। প্রশাসনের কঠোর নিরাপত্তার প্রশংসা করে তিনি বলেন, আমি আশা করি সারা বাংলাদেশে এরকম পূজা উদযাপনে নিরাপত্তা দেওয়া হবে।

সিলেটভিউ২৪ডটকম/১৭ অক্টোবর ২০১৮/প্রেবি/ইআ

@

শেয়ার করুন

আপনার মতামত দিন