আজ বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ইং

জুড়ীতে ৪টি প্রতিষ্টানকে জরিমানা

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-১০-১৭ ১৬:২৩:৪৬

জুড়ী প্রতিনিধি :: মৌলভীবাজারের জুড়ীতে ভোক্তা অধিকার লঙ্ঘন বিরোধী অভিযান পরিচালিত হয়। বুধবার উপজেলার বিভিন্ন স্থানে এ অভিযান চালিয়ে ৬ হাজার ৫ শত টাকা জরিমানা আদায় করা হয়েছে।

অভিযানে মেয়াদ উর্ত্তীণ ঔষধ ও খাদ্য পণ্য বিক্রয় করা, ঔষধের দাম কেটে বেশি দাম লেখা, যথাযথ কর্তৃপক্ষের কাছ থেকে লাইসেন্স না নেওয়া, পার্লারে নিম্ন মানের এবং মেয়াদ উত্তীর্ণ প্রসাধনী ব্যবহার করাসহ বিভিন্ন অপরাধে জরিমানা করা হয়।

অভিযান চলাকালে অনিমা ডিপার্টমেন্টাল স্টোরকে ১ হাজার ৫ শত টাকা, বদরুল ষ্টোরকে ১ হাজার টাকা, বিসমিল্লাহ মেডিসিন কর্ণারকে ৩ হাজার টাকা, সাজ বিউটি পার্লারকে ১ হাজার টাকাসহ মোট ৬ হাজার ৫ শত টাকা জরিমানা করা হয়েছে।
বাণিজ্য মন্ত্রণালয়াধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল-আমিন এর নেতৃত্বে জুড়ী থানার পুলিশের সহযোগীতায় ভোক্তা অধিকার লঙ্ঘন বিরোধী এ অভিযান পরিচালিত হয়।

সিলেটভিউ২৪ডটকম/১৭ অক্টোবর ২০১৮/মআলা/ইআ

@

শেয়ার করুন

আপনার মতামত দিন