আজ বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ ইং

বিশ্বনাথে শফিক চৌধুরী’র বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-১০-১৭ ১৬:৩৫:৫৯

নিজস্ব প্রতিবেদক, বিশ্বনাথ:: দুর্গা পূজা উপলক্ষে বুধবার সকাল থেকে সিলেটের বিশ্বনাথ উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরী। বিভিন্ন পূজা মন্ডপে প্রদান করা বক্তব্যে তিনি বলেন, ‘ধর্ম যার যার-উৎসব সবার’ এই প্রতিপাদ্য বিষয়ে বাঙালীরা বিশ্বাসী বলেই ‘ঈদে কিংবা পূজা’য় সবাই এক সাথে মিলে মিশে আনন্দ-উৎসব উপভোগ করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র নেতৃত্বে উন্নয়নের মহাসড়কে থাকা দেশে নিজেদের প্রাপ্য অধিকার কিংবা উন্নয়ন থেকে বঞ্চিত নন কোন ধর্মের মানুষ। তাই এধারাকে অব্যাহত রাখতে আসন্ন নির্বাচনে নৌকায় ভোট দিয়ে আওয়ামী লীগের প্রার্থীদের বিজয়ী করে শেখ হাসিনা’কে পুনরায় প্রধানমন্ত্রী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শনকালে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী কমিশনার (ভুমি) ফাতেমা-তুজ-জোহরা, বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) মোহাম্মদ শামসুদ্দোহা পিপিএম, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সম্পাদক আমির আলী চেয়ারম্যান, বন ও পরিবেশ সম্পাদক রুনু কান্ত দে, সহ দপ্তর সম্পাদক নূরুল হক মেম্বার, রামপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মোহাম্মদ আলমগীর, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সমরেন্দ্র বৈদ্য সমর, জেলা পূজা উদযাপন পরিষদের সদস্য নিশি কান্ত পাল, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অজিত কুমার পাল, সাধারণ সম্পাদক জয়ন্ত আচার্য্য, প্রচার সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু, ব্যবসায়ী চন্দন চৌধুরী।

বিভিন্ন মন্ডপে সভাপতিত্ব করেন শংকর দাশ শংকু, বকুল বৈদ্য, নন্দ লাল বৈদ্য, নান্টু কান্ত দে, দিপক কুমার দাশ ও পরিচালনা করেন নেপাল দেব, বিদ্যুৎ পাল, নানু মালাকার, সঞ্চিত আচার্য্য, জয়ন্ত বৈদ্য, কানু রঞ্জন দেব।

উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি সমছু মিয়া, সাংগঠনিক সম্পাদক আবদুল আজিজ সুমন, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক আবদুল মতিন, কার্যনির্বাহী সদস্য নিজাম উদ্দিন, আওয়ামী লীগ নেতা মহব্বত আলী, দেলোয়ার হোসেন রুপন, বীরেন্দ্র কর, আনহার মিয়া, তৈমুছ আলী, গয়াস মিয়া, সুলতান আহমদ, উপজেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ম সম্পাদক শংকর দাশ শংকু, সাংগঠনিক সম্পাদক ডা. বিভাংশু গুন বিভু, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আবদুল হান্নান বদরুল, সাবেক যুগ্ম আহবায়ক জামাল মিয়া, উপজেলা শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক আরান দে, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আলতাব হোসেন, যুবলীগ নেতা আবদুল হক, শাহ শহিদুল ইসলাম, শহীদুজ্জামান সেলন, জাবেদ মিয়া, ইউসুফ আলী, জিয়াউর রহমান জিয়া, আবুল কালাম আজাদ, দবির আহমদ, লিটন মিয়া, রুহেল উদ্দিন, কামরুল ইসলাম, শেখ আলমগীর, ফজলুর রহমান শিপন, আবদাল মিয়া, আসাদ মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সম্পাদক আতিকুর রহমান আতিক, অর্থ সম্পাদক সেলিম মিয়া, স্বেচ্ছাসেবক লীগ নেতা রফিক আলী, সিজিল মিয়া, নিজাম উদ্দিন, উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি লিটন দে, সেলিম মিয়া, মুজিবুর রহমান মঞ্জু, আলী আহমদ জুয়েল, নজরুল ইসলাম প্রিন্স, যুগ্ম সম্পাদক শাহ বুরহান আহমদ রুবেল, সাংগঠনিক সম্পাদক কামরান আহমদ, জুবায়ের আহমদ জয়, ছাত্রলীগ নেতা আরব শাহ, আবদুল মুকিদ সুমন, রাজু আহমদ খান, দুদু মিয়া, আবিদুর রহমান আবিদ, জাকির হোসেন মুন্না, এস এম জুয়েল, আশরাফ উদ্দিন, জুয়েল আহমদ, শিপন আহমদ, হিমেল আহমদ, কয়েছ আহমদ, আবদুস সামাদ, মারুফ আহমদ, ইমরান আহমদ প্রমুখ’সহ আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠন ও পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ।

সিলেটভিউ২৪ডটকম/১৭ অক্টোবর ২০১৮/পিবি/আআ

শেয়ার করুন

আপনার মতামত দিন