Sylhet View 24 PRINT

বিশ্বনাথে পুলিশ সুপারের পূজা মন্ডপ পরিদর্শন

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-১০-১৭ ১৬:৪১:০৩

নিজস্ব প্রতিবেদক, বিশ্বনাথ:: সিলেটের পুলিশ সুপার মো. মনিরুজ্জামান পিপিএম বলেছেন, সিলেটে যে সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন রয়েছে, এর অনন্য এক উদাহরণ হচ্ছে শারদীয় দুর্গা পূজা। এখানে সবাই নির্বিগ্নে নিজ নিজ ধর্মীয় উৎসব পালন করছেন। এই উৎসব যাতে শান্তিপূর্ণভাবে সম্পন হয়, সেজন্য অন্যান্য বছরের চেয়ে এবছর আরো বেশী নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। সৌহার্দ্য, ভাতৃত্বে এবং শান্তিপূর্ণ পরিবেশে সকল মহলের সমন্বয়ে এবারের উৎসব পালিত হবে এটাই আমাদের প্রত্যাশা।
তিনি মঙ্গলবার রাতে সিলেটের বিশ্বনাথে উপজেলা সদর ও জানাইয়া সার্বজনীন দুর্গা পূজা মন্ডপ পরিদর্শনকালে এসব কথাগুলো বলেন।

এসময় উপস্থিত ছিলেন সিলেটের সহকারী পুলিশ সুপার (ওসমানীনগর সার্কেল) সাইফুল ইসলাম, বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) মোহাম্মদ শামসুদ্দোহা পিপিএম, পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ দুলাল আকন্দ, জেলা পূজা উদযাপন পরিষদের কার্যকরী কমিটির সদস্য নিশি কান্ত পাল, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সমরেন্দ্র বৈদ্য সমর, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অজিত কুমার পাল, উপজেলা জন্মাষ্ঠমী উদযাপন পরিষদের সভাপতি শংকর দাশ শংকু, জানাইয়া গ্রামের প্রবীণ মুরব্বি প্রণয় চক্রবর্তী, পুরাণ বাজার পূজা মন্ডপ কমিটির সাধারণ সম্পাদক চন্দন কুমার দাশ, যুগ্ম সম্পাদক স্বরণ বৈদ্য প্রমুখ।

সিলেটভিউ২৪ডটকম/১৭ অক্টোবর ২০১৮/পিবি/আআ

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.