Sylhet View 24 PRINT

গোলাপগঞ্জে এম.এ খান ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা সম্পন্ন

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-১০-১৭ ১৬:৫৬:৪৮

সিলেট :: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ঢাকাদক্ষিণ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে এম.এ খান ফাউন্ডেশনের আয়োজনে ৪র্থ প্রাথমিক ও জুনিয়র বৃত্তি পরীক্ষা বুধবার অনুষ্ঠিত হয়।

বৃত্তি পরীক্ষা চলাকালে হল সমূহ পরিদর্শন করেন ঢাকাদক্ষিণ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, এম.এ খান ফাউন্ডেশনের চেয়ারম্যান ও বৃত্তি পরিচালনা কমিটির সভাপতি মজির উদ্দিন আহমদ চাকলাদার।

এ সময় তার সাথে ছিলেন এম.এ খান ফাউন্ডেশন ইউকে’র ফাউন্ডার চেয়ারম্যান আব্দুর রহমান খান সুজা, কলেজ গভর্ণিংবডির সভাপতি সাহাব উদ্দিন আহমদ, কলেজের অধ্যক্ষ ইসমাঈল উদ্দিন খান, ইবনেসিনা মেডিকেল হাসপাতালের মেডিকেল অফিসার ও প্রধান পরীক্ষা নিয়ন্ত্রক ডা. মো. জায়েদ হোসেন, সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক মো. এহসান চৌধুরী, আলী আহমদ চৌধুরী, সহকারী প্রধান শিক্ষক ছলমান আহমদ চৌধুরী, জুবের আহমদ চৌধুরী, মাওলানা আবুল হাসনাত আব্দুর রশীদ, আব্বাস উদ্দিন, কামরুল ইসলাম, স্বর্ণালী সাহিত্য পর্ষদ সিলেটের সভাপতি কবি নূরুদ্দীন রাসেল, সদস্য আজমল আহমদ রুমন, মো. আফজল হোসেন সহ ফাউন্ডেশন ও কলেজ গভর্ণিংবডির সদস্যবৃন্দ। পরীক্ষা পরিদর্শনকালে নিরিবিলি পরিবেশ দেখে সকলেই সন্তোষ প্রকাশ করেন।

দিনব্যাপী বৃত্তি পরীক্ষায় শতভাগ ছাত্র-ছাত্রীদের উপস্থিতি ছিল লক্ষ্যনীয়। উপজেলার ৩শটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ৮৭৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। আগামী ৫ নভেম্বর বিভিন্ন প্রচার মাধ্যমে ফলাফল প্রচারিত হবে।

আগামীতে ৭ম শ্রেণির বৃত্তি পরীক্ষা নেয়ার ব্যাপারে প্রস্তুতি নেয়া হচ্ছে। সেই সাথে গোলাপগঞ্জ সহ বিয়ানীবাজার উপজেলার শিক্ষা প্রতিষ্ঠাগুলোকে বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ সুযোগ দেয়ার পরিকল্পনা রয়েছে। এ ব্যাপারে ফলাফল প্রকাশের দিন ঘোষণা দেয়া হবে।

সিলেটভিউ২৪ডটকম/১৭ অক্টোবর ২০১৮/মআলা/ইআ

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.