আজ বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ইং

প্রযুক্তিনির্ভর প্রজন্মই আমাদের ভবিষ্যত সমৃদ্ধির হাতিয়ার: বদরুল শোয়েব

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-১০-১৭ ১৮:১৫:৩৩

সিলেট :: সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বদরুল ইসলাম শোয়েব বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ দারিদ্রতা দুরীকরণে সফলতা অর্জন করেছে। বিশ্বের বিভিন্ন উন্নত দেশের সাথে আমাদের দেশ প্রতিযোগিতায় চলে আসছে। ভবিষ্যতে উন্নতির ধারা রক্ষায় প্রয়োজন প্রযুক্তিনির্ভর কর্মসংস্থানের সাথে নতুন প্রজন্মকে প্রস্তুত করা। প্রযুক্তিনির্ভর প্রজন্মই আমাদের ভবিষ্যত সমৃদ্ধির অন্যতম হাতিয়ার। 

তিনি বুধবার দক্ষিণ সুরমা নছিবা খাতুন উচ্চ বিদ্যালয়ে বি এম এ গনি ও মিসেস মনোয়ারা শিক্ষা ট্রাস্টের উদ্যোগে আয়োজিত বৃত্তি পরীক্ষা পরিদর্শন শেষে শিক্ষক-অভিভাবকদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন। 

এ বৃত্তি পরীক্ষায় ৮ম শ্রেণির প্রায় ৫০০জন শিক্ষার্থী অংশ নেয় ।

মতবিনিময়ে  উপস্থিত ছিলেন এ এইচ এম ইসরাইল আলী, মকব্বির আলী, আবুল কালাম, মাসুক আহমদ, আব্দুল কুদ্দুছ পাপ্পু, মাসুম আহমদ প্রমুখ।

সিলেটভিউ২৪ডটকম/১৩ জুন ২০১৮/পিডি/ইআ

@

শেয়ার করুন

আপনার মতামত দিন