Sylhet View 24 PRINT

অসংখ্য মানুষের পদচারণায় মুখরিত দিরাই মজলিশপুর দূর্গা মন্ডপ

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-১০-১৮ ০০:০১:২৭

হিল্লোল পুরকায়স্থ, দিরাই প্রতিনিধি:: সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা। আর মহা অষ্টমী পূজাকে ঘীরে সুনামগঞ্জের দিরাই মজলিশপুর সার্বজনীন দূর্গা পূজা মন্ডপে ছিল অসংখ্য মানুষের ভিড়। বুধবার দিরাই পৌরশহরের মজলিশপুর সার্বজনীন দূর্গা পূজা মন্ডপে গিয়ে দেখা এমন দৃশ্য দেখা গেছে। 


আয়োজকরা বলেন, প্রতি বছরের মত এবারও দিরাই উপজেলার সবচেয়ে সুন্দর দূর্গা প্রতিমা আমরাই তৈরী করেছি। আর তাই দেখতে আজ মহা অষ্টমী পূজায় অসংখ্য দর্শনার্থীর আগমন ঘটেছিল। তাছাড়া আমরা জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছি। সেখানে কণ্ঠ শিল্পী দিপুসহ অনেকেই উপস্থিত ছিলেন।

জানা গেছে, দিরাই পৌরসভায় এ বছর সাতটি পূজা মন্ডপে শারদীয়া দূর্গা পূজা অনুষ্টিত হচ্ছে। মন্ডপ গুলোতে সরেজমিন ঘুরে দেখা যায় বিপুল উৎসাহ উদ্দীপনা নিয়ে বিপুল সংখ্যক দর্শনার্থীদের পদচারন ঘটেছে।

দর্শনার্থী কাকলী দাস বলেন, সারাদিন সময় পাইনি তাই সন্ধ্যারপর বেড় হলাম জগৎজননী মাকে এক পলক দর্শন করতে। এবছর অন্যান্য বছরের তুলনায় অসংখ্য মানুষের পদচারন ঘটেছে বলেও মনে করেন তিনি। 

তিনি বলেন, অন্য বছর সন্ধ্যার কোনো পূজা মন্ডপে এরকম মহিলাদের ভিড় দেখিনি। এখন নিরাপত্তা খুব জোরদার তাই নারীরাও সন্ধ্যার পর নির্ভয়ে চলাচল করতে পারে।

সিলেটভিউ২৪ডটকম/ ১৮ অক্টোবর ২০১৮/ কেআরএস



সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.