আজ শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ইং

জিরোদের ঐক্যফ্রন্ট, ভবিষ্যতও জিরো: সিলেটে অর্থমন্ত্রী (ভিডিওসহ)

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-১০-১৮ ১৭:৩৮:২৭

নিজস্ব প্রতিবেদক :: ‘রাজনীতির সব জিরোরা মিলে জাতীয় ঐক্যফ্রন্ট করেছেন’ বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। ‘জিরোদের ঐক্যের ফল জিরোই হবে’ বলেও তাঁর মন্তব্য।

বৃহস্পতিবার বিকেলে জালালাবাদ গ্যাসের নবনির্বাচিত সিবিএ নেতৃবৃন্দের অভিষেক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

অর্থমন্ত্রী বলেন, ‘সব জিরো একসাথে মিললে ফল জিরোই হয়, আর কিছু হয় না। বিএনপি যদি নির্বাচনে অংশগ্রহণ করে এবং তারা যদি সমর্থন দেন তবে হয়তো তাদের একটি উপায় হবে। অন্যথায় তারা যে ঐক্য প্রক্রিয়া করছেন তা জিরো।’

‘নতুন এই রাজনৈতিক জোটের কোন ভবিষ্যত নেই’ বলেও মন্তব্য করেন তিনি।

এর আগে জালালাবাদ গ্যাসের সিবিএ’র অভিষেক অনুষ্ঠানে বক্তব্য রাখেন জাতিসংঘের সাবেক স্থায়ী প্রতিনিধি ড. এ কে আবদুল মোমেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, সহ সভাপতি আশফাক আহমদ, মহানগরের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ প্রমুখ।

সিলেটভিউ২৪ডটকম/১৮ অক্টোবর ২০১৮/শাদিআচৌ/আরআই-কে

ভিডিও : ভিডিও দেখতে এখানে ক্লিক করুন>>

শেয়ার করুন

আপনার মতামত দিন