আজ শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ইং

দিরাই ছাত্র কল্যাণ পরিষদের মেধা বৃত্তি ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-১০-২০ ২৩:১৫:৩৭

দিরাই প্রতিনিধি:: সিলেটস্থ দিরাই ছাত্র কল্যাণ পরিষদের উদ্যোগে দিরাই পৌর এলাকার ৫ম ও ৮ম শ্রেণির শিক্ষার্থীদের মাঝে মেধা বৃত্তি ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। 


শনিবার দুপুরে দিরাই উচ্চ বালিকা বিদ্যালয়ে প্রায় চার শতাধিক শিক্ষার্থীদের অংশ গ্রহণে মেধা বৃত্তি, কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। পরিষদের সভাপতি আবুল হাসান পাবেল’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইমরুল হাসান সজলের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির হিসেবে উপস্থিত ছিলেন দিরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান তালুকদার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সুরঞ্জিত সেনগুপ্ত মহিলা কলেজের অধ্যক্ষ মিহির রঞ্জন দাস, সুনামগঞ্জ জেলা পরিষদ সদস্য নাজমুল হক, দিরাই উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাফর ইকবাল, দিরাই উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সেকুল মিয়া, দিরাই প্রেসক্লাব সভাপতি সামছুল ইসলাম সরদার খেজুর, দিরাই অনলাইন প্রেসক্লাব সভাপতি মুজাহিদুল ইসলাম সর্দার, এমকে ফাউন্ডেশনের চেয়ারম্যান মোস্তাক আহমেদ। 

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন- পরিষদের প্রধান উপদেষ্টা ছাত্রনেতা সঞ্জয় চৌধুরী। পরে কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। 

এর আগে মাসব্যাপী পরিষদের উদ্যোগে উপজেলার ৯ টি ইউনিয়নে ২৩ শতাধিক শিক্ষার্থীদের অংশগ্রহণে মেধা বৃত্তি ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন পরিষদের সুরঞ্জিত তালুকদার, জাবেদ আহমেদ, নাসির উদ্দিন, সুমন মিয়া, হাবিবুর রহমান, তাপস সূত্রধর, অপু তালুকদার, হাবিবুর ইসলাম, তোফায়েল আহমদ, রাহুল চন্দ্র দাস, সজীব ভৌমিক, আজাদ মোবারক, শাহ আলম রনি, হোসাইন আহমেদ রোমন, ইমরান আহমেদ, জোমান মিয়া, মুবাদুল ইসলাম মুবিন, হাসান আহমদ, সাঞ্জব আলি, ফয়সাল মিয়া, দেলোয়ার হোসনে মিশু, ইমরান আহমেদ, ফজলে রাব্বি, ধ্রব দাস, আকাশ রায় ও সৌরভ দাস।

সিলেটভিউ২৪ডটকম/ ২০ অক্টোবর ২০১৮/ ডিজেএস/ কেআরএস

শেয়ার করুন

আপনার মতামত দিন