Sylhet View 24 PRINT

কুলাউড়ায় কা‌জের তিন মা‌সের মাথায় সড়‌কে বিশাল ফাটল

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-১০-২১ ১১:৩১:৫৮

শা‌কির আহমদ, কুলাউড়া :: সংস্কার কা‌জের তিন মা‌সের মাথায় কুলাউড়া-ভূক‌শিমইল সড়‌কের প্রায় অর্ধ কি‌লো‌মিটার সড়‌কে বিশাল ফাট‌লের সৃ‌ষ্টি হ‌য়ে‌ছে। স্থানীয় সরকার প্র‌কৌশল অধিদপ্তর (এল‌জি‌ইডি)-এর আওতাধীন এসড়‌কের কা‌র্পে‌টিং ধ‌সে এই ফাট‌লের সৃ‌ষ্টি হ‌য়।

সরেজমিন দেখা যায়, কুলাউড়া-ভূকশিমইল সড়কের ভূকশিমইল ইউনিয়নের পালের মোড়া-কানেহাত গোগালী ছড়া ব্রিজ থেকে কানেহাত সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন রাস্তার বিভিন্ন স্থানে প্রায় অর্ধ কিলোমিটার দেবে গেছে।


বাংলাদেশ সরকার ও বিশ্ব ব্যাংক (আইডিএ) অর্থায়নে সেকেন্ড রুরাল ট্রান্সপোর্ট ইম্প্রুভমেন্ট (আরটিআইটি-২) প্রকল্পের মাধ্যমে এ কাজের দায়িত্ব পায় মো. মুহিবুর রহমান এর মালিকানাধীন ঠিকাদারী প্রতিষ্ঠান এম আর ট্রেডিং। এ কাজের অগ্রগতি দেখার দায়িত্ব পান তদারকি কর্মকর্তা কুলাউড়া উপজেলা প্রকৌশলী মো. ইসতিহাক হাসান।

গত বছরের ৫ সেপ্টেম্বর কাজ শুরু হয়। কাজ সমাপ্তির মেয়াদ চলতি বছরের ৩১ মার্চ শেষ হওয়ার কথা থাকলেও প্রায় ৩ মাস আগে এই অংশের কাজটি সমাপ্ত করে এ প্রতিষ্ঠান। কিন্তু নতুন কার্পেটিং (পিচ ঢালাই) কাজের তিন মাস যেতে না যেতেই আচমকা মূল সড়ক থেকে প্রায় ৪-৫ ফুট জায়গা দেবে গিয়ে বিশাল ফাটলের সৃষ্টি হয়েছে।

এ ব্যাপারে ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক মো. মুহিবুর রহমানের কাছে জানতে চাইলে তিনি জানান, বৃষ্টির কারণে কাজ অনেকদিন বন্ধ ছিল। তবে কাজটি চলমান। যে জায়গায় ফাটল দেখা দিয়েছে সেটা আমরা মেরামত করবো। আমরা এখনো সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কাজ শেষের দায়িত্বভার হস্তান্তর করিনি।

কাজের তদারকি কর্মকর্তা কুলাউড়া উপজেলা প্রকৌশলী মো. ইশতিহাক হাসান বলেন, নির্দিষ্ট সময়ে শেষ হওয়া প্রকল্পের কাজটি ঠিকাদারী প্রতিষ্ঠানের আবেদনের প্রেক্ষিতে কাজের মেয়াদ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। রাস্তার ফাটলের বিষয়টি ঠিকাদারি প্রতিষ্ঠানকে চিঠির মাধ্যমে জানানো হয়েছে। তিনি এ কাজের বিল এখনো পাননি। তবে দেবে যাওয়া স্থানটি পূর্ণ মেরামত করে দিতে তিনি বাধ্য।

সিলেটভিউ২৪ডটকম/২১ অক্টোবর ২০১৮/এসএ/ডিজেএস

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.