Sylhet View 24 PRINT

সিলেটে প্রধান অতিথি কামাল, প্রধান বক্তা ফখরুল

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-১০-২২ ০০:১৪:১২

সিলেটভিউ ডেস্ক :: নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে সিলেটে জনসভার অনুমতি পেয়েছে নবগঠিত জাতীয় ঐকফ্রন্ট। সংশ্লিষ্টসূত্রে জানাগেছে সিলেটের জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন। প্রধান বক্তা থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

অাগামী ২৪ অক্টোবর পূণ্যভূমি সিলেট থেকে দেশব্যাপী নির্বাচনের প্রচারণা ও নিজেদের উত্থাপিত ৭ দফা দাবি অাদায়ের কাজ শুরু করবেন ঐক্যফ্রন্টের শীর্ষ নেতারা।

২৪ অক্টোবর নগরীর ঐতিহাসিক রেজিস্টারি মাঠে সমাবেশ অায়োজনের প্রস্তুতি শুরু করেছেন ঐক্যফ্রন্টে থাকা দলগুলোর স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরা। মূলত বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বেশ প্রচার-প্রচারণা চালাতে দেখা যাচ্ছে সামাজিক মাধ্যমগুলোতে।

রোববার সন্ধ্যায় রাজধানী গণফোরাম কার্যালয়ে জাতীয় ঐক্যফ্রন্টের একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে সিলেটের জনসভা নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৈঠক শেষে জাতীয় ঐক্যফ্রেন্টের পক্ষে জেএসডি সভাপতি আ স ম আবদুর রব সাংবাদিকদের জানিয়েছেন, সিলেটের সমাবেশে প্রধান অতিথি থাকবেন গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন প্রধান বক্তা থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সিলেটের জনসভার ব্যাপারে তিনি বলেন, আগামী ২৩ অক্টোবর ঐক্যফ্রন্টের প্রথম সভা ছিল। অনুমতি দিয়েও তা বাতিল করা হয়।আজ মিটিং এ থাকা অবস্থায় জানতে পেরেছি ২৪ তারিখ অনুমতি দিয়েছে। সরকার বুঝতে পেরেছে বাধা দিলে বাধবে লড়াই তাই অনুমতি দিয়েছে।

সিলেটভিউ২৪ডটকম/২২অক্টোবর২০১৮/এমইউএ

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.