আজ শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ ইং

সিলেটে জাতীয় ঐক্যফ্রন্টের সমাবেশ সফল করুন : বিএনপি

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-১০-২২ ১৭:৪৭:৫২

সিলেট :: সিলেটের ঐতিহাসিক রেজিষ্ঠারী মাঠে জাতীয় ঐক্যফ্রন্টের সমাবেশ সফলের আহ্বান জানিয়েছে সিলেট মহানগর বিএনপি। গণতন্ত্র পুনরুদ্ধার, মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা, বেগম খালেদা জিয়া সহ কারান্তরীণ সকল রাজবন্দীদের নিঃশর্ত মুক্তি, নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবিতে ২৪ অক্টোবর (বুধবার) ঐক্যফ্রন্টের এ সমাবেশ অনুষ্টিত হবে।

সোমবার দুুপুরে সিলেট মহানগর বিএনপি’র কার্যনির্বাহী পরিষদের সভায় এই আহ্বান জানানো হয়। নগরীর ভাতালিয়া এলাকায় মহানগর বিএনপি’র অস্থায়ী কার্যালয়ে উক্ত সভা অনুষ্ঠিত হয়। মহানগর সিনিয়র সহ-সভাপতি আব্দুল কাইয়ুম জালালী পংকীর সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আজমল বখত চৌধুরী সাদেকের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্ঠা খন্দকার আব্দুল মুক্তাদির।

সভায় বুধবারের সমাবেশ সফলের লক্ষ্যে ব্যাপক পরিকল্পনা ও বিস্তারিক কর্মসুচী হাতে নেয়া হয়। সভায় মহানগর বিএনপির ২৭টি ওয়ার্ড নেতৃবৃন্দকে ব্যানারসহ পৃথক মিছিল নিয়ে সমাবেশে যোগদানের নির্দেশনা প্রদান করা হয়। সমাবেশ সফলের লক্ষ্যে মহানগর বিএনপি’র কার্যনির্বাহী পরিষদের সকল নেতৃবৃন্দকে ব্যাপক গণসংযোগের নির্দেশনা প্রদান করা হয়।

সভায় মহানগর বিএনপির কার্যনির্বাহী পরিষদ সদস্য ও ২৭ টি ওয়ার্ডের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও সভায় অবিলম্বে বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি, তারেক রহমানের বিরুদ্ধে দেয়া ফরমায়েসী সাজা বাতিলের দাবি জানানো হয়। সভায় বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আদালতে আত্মসমর্পনের পর কারাগারের প্রেরণের তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে তাঁকে নিঃশর্ত মুক্তির দাবি জানানো হয়।

৬নং ওয়ার্ড সভাপতি লুৎফুর রহমান চৌধুরীর কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সুচীত সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- মহানগর সহ-সভাপতি কাউন্সিলার ফরহাদ চৌধুরী শামীম, সহ-সভাপতি জিয়াউল গণি আরেফিন জিল্লুর, সহ-সভাপতি কাউন্সিলার রেজাউল হাসান কয়েস লোদী, সহ-সভাপতি মুফতী বদরুন নুর সায়েক, সহ-সভাপতি অধ্যাপিকা সামিয়া বেগম চৌধুরী, সহ-সভাপতি সুদীপ রঞ্জন সেন বাপ্পু, সহ-সভাপতি ফাত্তাহ বকশী, সহ-সভাপতি আমির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আলী হোসেন বাচ্চু, মাহবুব কাদির শাহী, হুমায়ুন আহমদ মাসুক, সাংগঠনিক সম্পাদক মুকুল আহমদ মোর্শেদ ও মাহবুব চৌধুরী, দফতর সম্পাদক সৈয়দ রেজাউল করিম আলো, প্রচার সম্পাদক শামীম মজুমদার, প্রকাশনা সম্পাদক জাকির মজুমদার, মহিলা বিষয়ক সম্পাদিকা জাহানারা ইয়াসমিন, পরিবার কল্যান সম্পাদক লল্লিক আহমদ চৌধুরী, স্বেচ্ছাসেবক সম্পাদক হাবিব আহমদ চৌধুরী শিলু, শিশু সম্পাদক মো: আব্দুল হাকিম, ওয়ার্ড বিএনপি নেতৃবৃন্দের মধ্য থেকে সরফরাজ আহমদ চৌধুরী, মুফতী রায়হান উদ্দিন মুন্না, আক্তার রশিদ চৌধুরী, মোতাহির আলী মাখন, শেখ মো: ইলিয়াস আলী, সোহেল বাসিত, কাহির চৌধুরী, এম. মখলিছ খান, সিরাজ খান, শেখ মঈনুদ্দিন, আমিনুল হক, একরাম হোসেন মারুফ, জিয়াউর রহমান দিপন, মহিলা দল নেত্রী রেহানা ফারুক শিরিন, ফাতেমা জামান রোজি, ওয়ার্ড বিএনপি নেতা দিলোয়ার হোসেন চৌধুরী, আলী হায়দার মজনু, ফরহাদ উদ্দিন মুরাদ, হারুনুর রশীদ, গোলাম মোহাম্মদ রুস্তুম চৌধুরী, আবু সুফিয়ান, আমিনুল হক প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্ঠা খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, দেশ জাতির চরম ক্রান্তিলগ্নে গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার স্বার্থে জাতীয় ঐক্যফ্রন্ট গঠন হয়েছে। আর জাতীয় ঐক্য দেখে বাকশালী সরকার ভীত সন্ত্রস্থ হয়ে পড়েছে। দেশব্যাপী নেতাকর্মীদের বিরুদ্ধে গণগ্রেফতার চালাচ্ছে। কোন ষড়যন্ত্রই সফল হতে দেয়া হবেনা। সরকারের রক্তচক্ষু উপেক্ষা করে ২৪ অক্টোবর সিলেটের ঐতিহ্যবাহী রেজিষ্ঠারী মাঠে ঐক্যফ্রন্টের সমাবেশ সর্বাত্মকভাবে সফল করতে হবে।

সভাপতির বক্তব্যে আব্দুল কাইয়ুম জালালী পংকী বলেন, আওয়ামী দুঃশাসন থেকে জাতিকে মুক্ত করতে ঐক্যফ্রন্ট গঠিত হয়েছে। ঐক্যফ্রন্ট সিলেট থেকে কর্মসুচীর সুচনা করতে যাচ্ছে। তাই ২৪ অক্টোবর সিলেটের রেজিষ্ঠারী মাঠে ঐক্যফ্রন্টের সমাবেশকে জনসমুদ্রে পরিনত হবে। এক্ষেত্রে শহীদ জিয়ার সৈনিকদের অতন্দ্র প্রহরীর ভুমিকা পালন করতে হবে। বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি, তারেক রহমানের বিরুদ্ধে দেয়া ফরমায়েসী সাজা বাতিল, গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার স্বার্থে ২৪ অক্টোবরের সমাবেশকে চ্যালেঞ্জ হিসেবে নিয়ে তা বাস্থবায়নে ঐক্যের বিকল্প নেই।

সিলেটভিউ২৪ডটকম/২২ অক্টোবর ২০১৮/প্রেবি/ইআ

@

শেয়ার করুন

আপনার মতামত দিন