আজ বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ইং

ডব্লিউপিপিবি পুরস্কার অর্জন করলেন ফেঞ্চুগঞ্জের আদনান

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-১০-২২ ১৯:১৭:০৩

ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি :: ফটোগ্রাফিতে সুনাম অর্জন করেছেন ফেঞ্চুগঞ্জের সৈয়দ আদনান। ১৬ অক্টোবর থেকে শুরু হওয়া তিন দিনব্যাপী ওয়েডিং এন্ড পোর্ট্রেট ফটোগ্রাফার্স অব বাংলাদেশ (ডব্লিউপিপিবি) আয়োজিত ইন্টারনেশনাল কনফারেন্স কম্পিটিশন এন্ড এক্সিবিশন ২০১৮ এর মুমেন্ট ক্যাটাগরিতে প্রথম স্থান অর্জন এবং ওয়েডিং ফটোগ্রাফি ১০ ক্যাটাগরি মিলিয়ে রানার্সআপ হবার গৌরব অর্জন করেন তিনি।

অনুষ্ঠানটি ১৬ অক্টোবর থেকে তিনি ঢাকা কেআইবি ও দৃক গ্যালারিতে অনুষ্ঠিত হয়। এতে দেশ বিদেশের খ্যাতনামা ফটোগ্রাফারবৃন্দ উপস্থিত ছিলেন।

তার এই অল্পসময়ে ফটোগ্রাফি পেশায় যুক্ত হয়ে অ্যাওয়ার্ড অর্জন করায় ফেঞ্চুগঞ্জের সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ অভিনন্দন জানান।

অনুষ্ঠানে আয়োজক প্যানেলে ছিলেন সিলেটের অন্যতম ফটোগ্রাফার ওয়েডিং স্টোরি এর কর্ণধার খালেদ আহমদ।

খালেদ আহমেদ জানান, নতুন ফটোগ্রাফাররা আগ্রহ নিয়ে শিখছে ও সুনাম অর্জন করছে এটা গৌরবের ব্যাপার।

তাদের সব সময় সহযোগিতা করার আশ্বাস প্রকাশ করেন তিনি।

সিলেট ল’ কলেজে অধ্যয়নরত সৈয়দ আদনান ফেঞ্চুগঞ্জ ইসলামপুর ছবু টিল্লার হেলাল আহমেদের ছেলে।

সিলেটভিউ২৪ডটকম/২২ অক্টোবর ২০১৮/এফইউ/আরআই-কে

শেয়ার করুন

আপনার মতামত দিন