আজ শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ ইং

দেশকে সংঘাত-সংঘর্ষের দিকে ঠেলে দিবেন না: বাসদ

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-১০-২২ ১৯:৩৩:১৪

সিলেট:: গণতন্ত্র-ভোটাধিকার রক্ষার দাবিতে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ’র উদ্যোগে সোমবার (২২অক্টোবর) বিকাল ৪টায় শাহ পরানে গেইটে সমাবেশ অনুষ্টিত হয়।

সদর উপজেলা বাসদ সমন্বয়ক শাহজান আহমদের সভাপতিত্বে ও সঞ্জয় শর্মার পরিচালনায় সমাবেশে বক্তব রাখেন বাসদ জেলা সমন্বয়ক আবু জাফর, দক্ষিন সুরমা উপজেলা সমন্বয়ক পাপ্পু  চন্দ, শ্রমিক ফ্রন্ট জেলা সদস্য মামুন বেপারি, ছাত্র ফ্রন্ট মহানগর নেতা অমৃত মোহন্ত প্রমুখ।
 
সমাবেশে বক্তারা বলেন,  একাদশ সংসদ নির্বাচন যত ঘনিয়ে আসছে মানুষের মধ্যে উদ্বেগ উৎকন্ঠা তত বাড়ছে।বর্তমান সরকার গত ১৪সালের ৫জানুয়ারী প্রহসনের মাধ্যমে ক্ষমতায় এসে জনগণের গণতান্ত্রিক অধিকার হরণের মহাৎসবে মেতে উঠেছে। দূনীতি-লুটপাটে নিমজ্জিত বর্তমান সরকারের জনপ্রিয়তা শূন্যের কোঠায়। তাই আবার ক্ষমতায় যেতে মরিয়া বর্তমান সরকার দেশকে সংঘাত সংঘর্ষের দিকে ঠেলে দিচ্ছে।

বক্তারা, গণতন্ত্র-ভোটধিকার রক্ষার সংগ্রামে সবাইকে এগিয়ে আসার এবং  দেশকে সংঘাত সংঘর্ষের দিকে ঠেলে না দিতে সরকারের প্রতি আহ্বান জানান।

সিলেটভিউ২৪ডটকম/২২ অক্টোবর ২০১৮/প্রেবি/ আআ

শেয়ার করুন

আপনার মতামত দিন