আজ শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ ইং

বৃটেনে ওসমানীনগরের সোয়াহেল’র কৃতিত্ব

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-১১-০৯ ০১:৩১:৪৫

ওসমানীনগর প্রতিনিধি :: বৃটেনে বিজনেস ম্যানেজমেন্টে কৃতিত্বের সাথে ডিগ্রি লাভ করেছেন ওসমানীনগরের ছেলে অলিউর রহমান সোয়াহেল। যুক্তরাজ্যের গ্লাসগো কালেডোনিয়ান ইউনিভার্সিটি থেকে এ কৃতিত্বের জন্য তাকে সম্মাননা দেয়া হয়।

অলিউর রহমান সোয়াহেল ওসমানীনগর উপজেলার সিকন্দরপুর পশ্চিমগাঁও গ্রামের মরহুম আতাউর রহমান ও মরহুমা লায়লা বেগম দম্পতির চতুর্থ পুত্র। তিনি সিকন্দরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ৫ম শ্রেণী উত্তীর্ণ হয়ে সিকন্দরপুর আব্দুল হাফিজ উচ্চ বিদ্যালয় থেকে কৃতিত্বের সাথে মাধ্যমিক শিক্ষা সনদ অর্জন করেন। এরপর সিলেটের স্কলার্সহোম কলেজে পড়ালেখা করে সিলেটের মেট্রোপলিটন ইউনিভার্সিটি থেকে বিবিএ (ফাইনান্স) সম্পন্ন করে যুক্তরাজ্যে গমণ করেন।

এ কৃতিত্বের ব্যপারে অলিউর রহমান সোয়াহেল জানান, ৬ নভেম্বর যুক্তরাজ্যের গ্লাসগো কালেডোনিয়ান ইউনিভার্সিটি থেকে আমাকে এ সম্মাননা দেয়া হয়। মহান আল্লাহ যদি আমাকে তওফিক দান করেন তাহলে সকলের দোয়া নিয়ে আগামীতে আমি এ বিষয়ের ওপর পিএইচডি সম্পন্ন করতে চাই। আমি সকলের কাছে দোয়া কামনা করছি।

সিলেটভিউ২৪ডটকম/০৯ নভেম্বর ২০১৮/আরপি/ডিজেএস

@

শেয়ার করুন

আপনার মতামত দিন