আজ শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ইং

মীলাদুন্নবী র‌্যালি বাস্তবায়ন কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-১১-১২ ২৩:০৫:৩২

সিলেট :: বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সহ সভাপতি মো. দুলাল আহমদ বলেন, মানবতার মুক্তির দূত মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর পবিত্র জন্মদিবস তথা মিলাদ উদযাপনের উদ্দেশ্যে তালামীযে ইসলামিয়ার মুবারক র‌্যালি সফল করুন। পবিত্র ঈদে মীলাদুন্নবী সা. উপলক্ষে ধর্মীয় ভাবগাম্বীর্যের সাথে আলোচনা সভা মিলাদ মাহফিল আয়োজন করুন।

আগামী ২০ নভেম্বর ‘১৮ পবিত্র ঈদে মীলাদুন্নবী (সা.) উপলক্ষে সিলেট মহানগরীতে অনুষ্ঠিতব্য র‌্যালি সফলের লক্ষ্যে জেলা, মহানগর, বিশ্ববিদ্যালয় ও উপজেলা নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় তিনি এ আহবান জানান।

সোমবার বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া ঈদে মীলাদুন্নবী (সা.)  র‌্যালি বাস্তবায়ন কমিটির আহবায়ক ও কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক হুমায়ূনুর রহমান লেখনের সভাপতিত্বে র‌্যালি বাস্তবায়ন কমিটির সদস্য সচিব ও সিলেট মহানগরী সভাপতি মহাবুবুর রহমান ফরহাদের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন- কেন্দ্রীয় সহ সভাপতি মো. মুহিবুর রহমান, সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক মুহাম্মদ উসমান গণি, অর্থ সম্পাদক ওয়ালিউর রহমান সানী, সহ শিক্ষা ও সাংস্কৃতি সম্পাদক মো. আব্দুল মুহিত রাসেল, কেন্দ্রীয় সদস্য মো. তৌরিছ আলী, সুলতান আহমদ, এনাম উদ্দিন আহমদ।

সিলেট মহানগর প্রচার সম্পাদক মারুফ আহমদে কোরআন তেলাওয়াত ও সাধারণ সম্পাদক এস এম মনোয়ার হোসেনের স্বাগত বক্তব্যের মাধ্যমে সূচিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন- সিলেট পশ্চিম জেলা সভাপতি মো. জাহেদুর রহমান, সাধারণ সম্পাদক শেখ আলী হায়দার, প্রাইভেট ইউনিভার্সিটি জোন সিলেটের সভাপতি মাসরুর হাসান জাফরী, সুনামগঞ্জ জেলা সহ সভাপতি ছালিক আহমদ, সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম,  সহ সাধারণ সম্পাদক আব্দুল গণি সোহাগ, সাংগঠনিক সম্পাদক মো. নূর হোসেন, পশ্চিম জেলা সহ সাধারণ সম্পাদক আবুল কাশেম, মহানগর সাংগঠনিক সম্পদক আতিকুর রহমান, পশ্চিম জেলা সাংগঠনিক সম্পাদক কবির আহমদ, পূর্ব জেলা সহ সাংগঠনিক সম্পাদক হোসাইন মো. বাবু, মৌলভীবাজার জেলা অফিস সম্পাদক শাহ জাহান আলম, মহানগর সহ অফিস সম্পাদক হোসাইন আহমদ, প্রশিক্ষণ সম্পাদক আজাদ হোসেন, এমসি কলেজ সভাপতি আফরুজ্জামান, সাধারণ সম্পাদক আব্দুল লতিফ, মদন মোহন কলেজ সভাপতি মাহবুবুর রহমান, আব্দুল কাইয়ুম, লবিবুর রহমান লাভলু, আবু হেনা মো. ইয়াছিন, আব্দুশ শুকুর শরেকু, মিনহাজুল ইসলাম নিয়াজ, শাকির আহমদ চৌধুরী, মকসুদ আলী অপুল, কামরুল ইসলাম, সুমন  আহমদ, আলা উদ্দিন পাশা, ফয়জুল ইসলাম,  মো.  ইসলাম উদ্দিন , শাহীন আহমদ, আব্দুল হান্নান, মির্জা হাবিবুর রহমান ইমাদ, ইয়াহইয়া উল ইসলাম, আনোয়ার হোসেন, রোকন উদ্দিন, রুহিল আহমদ, সুহেদ আহমদ,  শিহাব আহমদ, খালেদ আহমদ, এবাদুর রহমান কবির, হোসাইন আহমদ, হোসাইন সালেহী, নুর হোসেন, আবু সাইদ মো. আশিক, ইমাম হোসেন পাবেল,  মকসুদ আলী, নাজমুল হাসান প্রমুখ।


সিলেটভিউ২৪ডটকম/১২ নভেম্বর ২০১৮/প্রেবি/এসডি

@

শেয়ার করুন

আপনার মতামত দিন