Sylhet View 24 PRINT

আ.লীগের একক মনোনয়ন প্রত্যাশীর তালিকায় হুইপ শাহাবুদ্দিন

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-১১-১৩ ০১:৪২:১৬

নিজস্ব প্রতিবেদক :: শেষ হয়েছে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের দলীয় মনোনয়নের আবেদন। চারদিন দেশের ৩০০টি আসনে এবার দলটির মনোনয়ন চেয়েছেন ৪ হাজার ৩৫ জন। এরমধ্যে সিলেট বিভাগের ১৯টি আসন থেকে মনোনয়ন প্রত্যাশীর সংখ্যা দুই শতাধিক।

সিলেটের এই ১৯টি আসনের মধ্যে সবচেয়ে বেশী মনোনয়ন প্রত্যাশী সুনামগঞ্জ-১ আসনে। এই আসনে মনোনয়ন চেয়েছেন ১৫ জন।

আর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেটের এই ১৯টি আসনের মধ্যে একক প্রার্থী মাত্র একটি আসনে। সেটি হচ্ছে মৌলভীবাজার-১ আসন। বড়লেখা ও জুড়ী উপজেলা নিয়ে গঠিত এই আসনটিতে একমাত্র মনোনয়ন চেয়েছেন জাতীয় সংসদের হুইপ এবং বর্তমান সংসদ সদস্য শাহাবুদ্দিন।

তিনিসহ দেশের আট বিভাগের মধ্যে পাঁচ বিভাগের ৭টি আসনে একক প্রার্থী পাচ্ছে আওয়ামী লীগ। সেগুলো হলো, ঢাকা বিভাগে গোপালগঞ্জ-৩ আসনে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা, গোপালগঞ্জ-২ আসনে আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম, বরিশাল-১ আসন থেকে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য শেখ হাসনাত আবদুল্লাহ, বাগেরহাট-১ শেখ হেলাল উদ্দিন, খুলনা-২ আসন থেকে শেখ জুয়েল এবং নোয়াখালী-৫ আসন থেকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং মৌলভীবাজার-১ আসন থেকে শাহাবুদ্দিন ।

এ আসনে আর কেউ মনোনয়ন না চাওয়ায় শেখ হাসিনা, ওবায়দুল কাদেরের তালিকায় নাম লেখালেন হুইপ শাহাবুদ্দিন।

সিলেটভিউ২৪ডটকম/১৩ নভেম্বর ২০১৮/ডিজেএস

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.