আজ বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ইং

শাবি প্রেসক্লাবের সাথে স্পিকার্স ক্লাবের মতবিনিময়

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-১১-১৩ ২০:৫৪:০১

শাবি প্রতিনিধি :: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সাথে মতবিনিময় করেছে শাহজালাল ইঊনিভার্সিটি স্পিকার্স ক্লাব।

মঙ্গলবার বেলা ১টায় বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এদিন শাবি প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকেও ফুলেল শুভেচ্ছা জানান স্পিকার্স ক্লাব নেতৃবৃন্দ।

শাবি প্রেসক্লাবের সভাপতি জিয়াউল ইসলামের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন স্পিকার্স ক্লাবের সভাপতি সৈয়দা মারজানা রাজ্জাক, সহ-সভাপতি আবু নাসের খান, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান নূর, কোষাধ্যক্ষ তানভীর আহমেদ, সাংগঠনিক সম্পাদক এ এস এম তানভীর আহমেদ, প্রচার সম্পাদক কামরান হোসাইন, সহ-সাংস্কৃতিক সম্পাদক আয়েশা খালেদ রিনভী প্রমুখ।

সভায় সামনের দিনগুলিতে পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে করণীয় বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

এসময় সাস্ট স্পিকার্স ক্লাবের সভাপতি সৈয়দ মারজানা রাজ্জাক বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ইংরেজী ভীতি কমাতে ও বিভিন্ন প্রতিযোগীতামূলক পরীক্ষায় দক্ষতা বাড়াতে স্পিকার্স ক্লাবের ভূমিকা সামনের দিনগুলিতেও অব্যাহত থাকবে। গঠনমূলক সমালোচনা ও সার্বিকভাবে ক্লাবকে এগিয়ে নিয়ে যেতে বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সহযোগিতা কামনা করেন তিনি।

শাবি প্রেসক্লাবের সভাপতি জিয়াউল ইসলাম বলেন, পড়াশোনার বাইরে বিশ্ববিদ্যালয়ে একটি উৎসবমুখর পরিবেশ আনয়নে বিভিন্ন সংগঠন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এসময় তিনি গত দিনগুলোতে স্পীকার্স ক্লাবের কাজকর্মের প্রশংসা করেন।

মতবিনিময় সভায় শাবি প্রেসক্লাবের সহ-সভাপতি রিফাত-আল-মামুন ছাড়াও দপ্তর সম্পাদক মেহেদী কবির, কার্যকরী সদস্য আরাফ আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

সিলেটভিউ/১৩ নভেম্বর ২০১৮/এমকে/পিডি

শেয়ার করুন

আপনার মতামত দিন