আজ শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ইং

সিলেটে খেলাফত মজলিসের নেতৃবৃন্দের সাথে মাওলানা আতাউর মতবিনিময়

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-১১-১৪ ১৯:০৫:২৪

সিলেট :: বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় শূরা সদস্য, যুক্তরাজ্য শাখার সহ সভাপতি সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনে সম্মিলিত জাতীয় জোটের মনোনয়ন প্রত্যাশী মাওলানা আতাউর রহমানের সাথে খেলাফত মজলিস সিলেট জেলা ও মহানগর, ওসমানীনগর ও বিশ^নাথ এর নেতাকর্মীদের সাথে এক মতবিনিময় সভা সিলেটে অনুষ্ঠিত হয়।

বুধবার সকালে সংগঠনের সিলেট নগরীর লাল দিঘিরপারস্থ কার্যালয়ে বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট জেলা সেক্রেটারী হাফিজ মাওলানা আতিকুর রহমানের সভাপতিত্বে ও সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা মুতাসিম বিল্লাহ জালালীর পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নায়েবে আমীর ও সিলেট জেলা সভাপতি মাওলানা রেজাউল করিম জালালী।

স্বাগত বক্তব্য রাখেন সিলেট-২ আসনে মনোনয়ন প্রত্যাশী মাওলানা আতাউর রহমান। তিনি বলেন, নেতা বা নেতৃত্ব দেয়ার লক্ষ্যে নয় জনগণের সেবা করাই আমার মূল লক্ষ্য ও উদ্দেশ্য। অতীতে জনগণের দাবী আদায়ে আন্দোলন সংগ্রাম করে গেছি। আগামীতেও বিশ^নাথ-ওসমানী নগরবাসীর পাশে থাকবো। এতে আপনাদের সকলের সহযোগিতা প্রয়োজন।

হাফিজ সাজ্জাদুর রহমানের পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে সূচিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিলেট মহানগর শাখার সেক্রেটারী মাওলানা এমরান আলম, সাংগঠনিক সম্পাদক হাফিজ কয়েছ আহমদ, বিশ্বনাথ উপজেলা শাখার সাধারণ সম্পাদক আনহার উদ্দিন, সহ সাধারণ সম্পাদক আশরাফুল হক, মাওলানা সাজ্জাদুর রহমান, সহ প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আতিকুর রহমান, সমাজ কল্যাণ সম্পাদক মাওলানা হাফিজ উদ্দিন, ওসমানী নগর শাখার সহ সভাপতি আব্দুল মালিক, সাধারণ সম্পাদক মাওলানা জিয়া উদ্দিন, সহ সাধারণ সম্পাদক মাওলানা হাবিবুর রহমান জাহান, সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা শাহ আনহার ইসলাম, প্রশিক্ষণ সম্পাদক শাহ ফয়সল আমীন, বায়তুল মাল সম্পাদক মাওলনা আবু ইউসুফ শিবলী, অফিস সম্পাদক মাওলানা জয়নাল আবেদীন প্রমুখ।

বক্তারা বলেন, সন্ত্রাস, দুর্নীতি মুক্ত ও ইনসাফ ভিত্তিক সমাজ ও জাতি গঠনে বাংলাদেশ খেলাফত মজলিস সর্বদা কাজ করে যাচ্ছে। আলেম-উলামারা সংসদে নেতৃত্ব দিলে দেশে শান্তি প্রতিষ্ঠার পাশাপাশি উন্নয়নে মাধ্যমে এগিয়ে যাবে।

বক্তরা বলেন, দেশ বিরোধী সকল অপশক্তিকে পরাজিত করে আমাদের খেলাফতের প্রার্থী মাওলানা আতাউর রহমানকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।

সিলেটভিউ২৪ডটকম/১৪ নভেম্বর ২০১৮/প্রেবি/ইআ

@

শেয়ার করুন

আপনার মতামত দিন